সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সিসি ক্যামেরা বন্ধ করে লকার থেকে সোনা গায়েবের ঘটনার বারো দিন পর থেকে দিঘা থেকে গ্রেফতার উত্তরপাড়ায় বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারীর সংস্থার ম্যানেজার। ধৃতের নাম সঞ্জীব দত্ত। ঘটনার পর থেকে তাঁর হদিশ ছিল না। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাঁর সম্পর্কে কিছু জানা যায়নি। শেষমেশ একটি ফোনের সূত্রে হদিশ মিলল সঞ্জীবের। 


কী জানা গেল?
গত ২৯ ডিসেম্বর, উত্তরপাড়া থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছিল। উত্তরপাড়ার জে কে স্ট্রীটের একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করতেন সঞ্জীব। সেই সংস্থার পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়। সংস্থার তরফে অভিযোগে বলা হয়েছিল, অডিটে গরমিল ধরা পড়েছে। যে লিখিত অভিযোগটি করা হয়েছিল তাতে বলা হয়, প্রায় কোটি টাকার হিসেব মিলছে না। এর পরই নজরে আসে, হাওড়ার মালি পাঁচঘরার বাসিন্দা সঞ্জীব দত্তের খোঁজ পাওয়া যাচ্ছে না।শেষমেশ একটি ফোন কলের সাহায্যে হদিশ মেলে তাঁর।
পুলিশ সূত্রের খবর,পালানোর পর থেকে ম্যানেজারের মোবাইলটি বন্ধ ছিল। তবে সেই মোবাইলের একটি কলের সূত্র ধরে জানা যায়, সঞ্জীব দীঘার কোনও হোটেলে রয়েছেন। এরপরই তৎপর হয় উত্তরপাড়া থানার পুলিশ।একটি টিম গঠন করে দিঘার দিকে রওনা দেয়। মোবাইলের ধরে যাওয়া হলেও নির্দিষ্ট কোনও হোটেলে খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তের। দিঘার একাধিক হোটেলে তল্লাশি চালায় পুলিশ। আজ সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত ম্যানেজারকে। বিকেলে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে তাঁর। আগামীকাল শ্রীরামপুর কোর্টে পেশ করা হবে সঞ্জীবকে। 


সোনার দোকানে চুরি...
এর আগে, একাধিক সোনার দোকানে চুরি অভিযোগ ঘিরে আলোড়ন তৈরি হয়েছে এ রাজ্যে। এর মধ্যে, গত সেপ্টেম্বরের ঘটনাটি অনেকেরই হয়তো স্মরণে থাকবে। নদিয়ার ওই ঘটনায় দিনেদুপুরে সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে। হাপিস হয়েছিল দেড় লক্ষ টাকার সোনার গয়না, অভিযোগ করেন দোকান মালিক। প্রাথমিক ভাবে জানা যায়, ক্রেতা সেজে দোকানদারকে বোকা বানানো হয়। পুলিশ সূত্রে উঠে আসে, শক্তিনগরের একটি গয়নার দোকানে এসেছিলেন এক 'ক্রেতা'। দোকান সূত্রে খবর, তিনি সোনা ও রুপোর বিভিন্ন গয়নাও দেখেন। বেশ কিছু ক্ষণ ধরে গয়না পছন্দ করার পর ড্রয়ার থেকে একটি সোনার গয়না ভর্তি কাগজের মোড়ক অলক্ষ্যে পকেটে ভরে নেন তিনি, এমনই অভিযোগ দোকানদারের। তার পর আর সময় নষ্ট নয়। চম্পট দেন ওই ব্যক্তি। বেশ কিছু ক্ষণ পর দোকানদার বুঝতে পারেন, খোওয়া গিয়েছে সোনার গয়নার মোরক। দোকানের সিসি ক্যামেরা খতিয়ে দেখতেই ধরা পড়ে গোটা কীর্তি। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গয়না চুরি হয় বলে দাবি গয়নার দোকানের মালিকের। নদিয়ার এই ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। এই ঘটনার ঠিক আগের দিন, কোতোয়ালী থানার ভালুকায় দুটি গয়নার দোকানে শাটার ভেঙে চুরি হয়েছিল। রানাঘাটেও একটি গয়নার শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। 


 


আরও পড়ুন:ইডির উপর 'হামলা' নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, খবর পিটিআই সূত্রে