সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় তৃণমূল (TMC) প্রধানের সই জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট (Certificate) তৈরির চক্রের পর্দাফাঁস। প্রধানের সই জাল করে ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে আটক পঞ্চায়েতেরই এক অস্থায়ী কর্মী। পাণ্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা।                            


কী ঘটেছে?


ধৃতের নাম শেখ সুরজউদ্দিন। বাড়ি পাণ্ডুয়ার মাগুড়া গ্রামে। পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতে ভিলেজ রিসোর্স পার্সন হিসেবে কাজ করতেন সুরজউদ্দিন। প্রধানের দাবি, সম্প্রতি জাল ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে।                 


জামাল উদ্দিন নামে এক গ্রামবাসীর ওয়ারিশান সার্টিফিকেট করে দেয় সে।পঞ্চায়েতের পক্ষ থেকে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শনিবার সুরজউদ্দিনকে গ্রেফতার করে পাণ্ডুয়া পুলিশ। জামাল উদ্দিনের দাবী ,বেশ কিছুদিন আগে তাঁকে ওয়ারিশান সার্টিফিকেট করে দিয়েছিল সুরজ। তিনি লেখাপড়া জানেন না। তাই আসল নকল বোঝা তাঁর সাধ্য নয়।


পঞ্চায়েত প্রধান তারারাণী রায় বলেন, জাল ওয়ারিশন সার্টিফিকেট করে দেয় সুরজ।মাগুড়ার পঞ্চায়েত সদস্যর কাছে ওই ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে যায় জামাল।সদস্য আমার সই ও সিল যে জাল করে সার্টিফিকেট দেওয়া হয়েছে বুঝতে পারে।পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। পুলিশে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। 


তদন্তে জানা যায়, পঞ্চায়েত অফিসের অস্থায়ী কর্মী সুরজউদ্দিনই জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করেন। গতকাল ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। 


আরও পড়ুন, কুমিরকে বিয়ে করলেন মেয়র! আজব কাণ্ডে হতবাক বিশ্ব


পড়শি জেলার আরেকটি ঘটনা


পশ্চিম বর্ধমানের অন্ডালে বাড়ি থেকে উদ্ধার হল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি দেনাগ্রস্ত হয়ে পড়েন তৃণমূল নেতা। সেই কারণে আত্মহত্যা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে অন্ডাল থানা।