মোহন দাস, গোঘাট: লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা ডাকাতি (Dacoity)। গতকাল গভীর রাতে হুগলির (Hooghly) গোঘাট থানা (Goghat Police Station) এলাকায় একটি বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতী। বাড়ির সদস্যদের মারধর করে সোনার গয়না, টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। 


গোঘাটে ডাকাতি: মাঝরাতে বেপরোয়া ডাকাতি। গভীর রাতে গৃহস্থের বাড়িতে হানা। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে লুঠপাটের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দরজার তালা ভেঙে তিনজনকে মারধর করে। এরপর লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে ডাকাত দল। গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গা এলাকায়। সদর দরজার তালা ভেঙে ডাকাতের দল বাড়িতে ঢোকে। বাড়ির গৃহবধূ সহ তিনজনকে বেধড়ক মারধর করে টাকা পয়সা গয়না ছিনিয়ে নেয়। আলমারিতে থাকা৫ ভরি সোনার গয়না ও নগদ কুড়ি হাজার টাকা নিয়ে নেয় ডাকাত দল। ঘটনায় আহত হয়েছেন ওই ৩ জন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। গতকাল রাতেই গোঘাট থানায় (Goghat Police Station) লিখিত অভিযোগ দায়ের হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোঘাটের গ্রামে।


অন্যদিকে, ক্যানিংয়ে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। একটা ট্যাক্সিও আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ক্যানিং থানার বাহিরসোনা এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতির উদ্দেশ্যেই বাসন্তীর দিকে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোপন সূত্রে সেই খবর পেয়েই ক্যানিং থানার পুলিশ কর্মীরা তল্লাশি অভিযান চালায়। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হবে।


দিনকয়েক আগে হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুরে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ডাকাতির (Dacoity) অভিযোগ ওঠে। বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে সোনার গয়না, টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার জগত্‍বল্লভপুরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায়। বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী প্রভাসকুমার ঘোষ।  তিনি সপরিবারে দোতলায় থাকেন। নিচের তলা ভাড়া দেন বিয়েবাড়ি বা অনুষ্ঠানের জন্য। তাঁর অভিযোগ, শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ৬ জন দুষ্কৃতী। কোলাপসিবল গেট ভেঙে তারা বাড়িতে ঢুকে পড়ে।


আরও পড়ুন: Cattle Smuggling Case: বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব দিল সিবিআই; হিসাব বহির্ভূত সম্পত্তি পেলে পেনাল্টি দিতে পারি: অনুব্রত