হুগলি: ভর দুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে (second hooghly bridge) চলন্ত গাড়িতে আগুন (fire)। দুপুর ৩ টে নাগাদ হাওড়া থেকে কলকাতায় আসার সময় পণ্যবাহী গাড়িতে (Goods Carriage) আগুন। কোনওরকমে গাড়ি রেখে চালক বেরিয়ে আসেন, দমকলের ২টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। এই রাজ্যের নানা প্রান্তে সড়ক দুর্ঘটনার খবর এখন প্রায়শই শোনা যায়। যেমন এদিনই শিলিগুড়িতে যাত্রীবাহী গাড়ির সঙ্গে মালবাহী গাড়ির সংঘর্ষে প্রাণ হারান ৪ জন।
শিলিগুড়িতে দুর্ঘটনা...
পুলিশ জানিয়েছে, এদিন যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। তবে দুর্ঘটনা সত্ত্বেও কোনও মতে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়িচালক। জানা গিয়েছে, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে আসছিল। গাড়িটিতে চারজন ছিলেন। উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িটি আবার শিলিগুড়ি থেকে রওনা দেয়। মাঝ রাস্তায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়। দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মিলেছে। গত মাসে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নর্থ বেঙ্গল ফার্ম সংলগ্ন তেতুলতলা স্কুলের সামনে মর্নিং ওয়াকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি মর্নিংওয়াক করতে বেরিয়েছিলেন। আচমকাই একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে। গুরুতর জখম ওই ব্যক্তিকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জখমের নাম অঞ্জন রায়। বয়স চল্লিশ বছর। শিকারপুর অঞ্চলের মুরগী ভিটার বাসিন্দা তিনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয়রা। শুরু হয় প্রতিবাদ, অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেদিনই আবার জলপাইগুড়ির উল্লাডাবরিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৩ জনের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জনা কুড়ি শ্রমিক একটি ট্রেলারে করে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময়ই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেলারটির।
আরও পড়ুন:অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার আরও এক