সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সিঙ্গুরের (Singur) পর ফের একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল হুগলির (Hoogly) চণ্ডীতলা (Chanditala)। পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন (Murder Case)। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, চন্ডীতলার (Chanditala) নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ তার স্ত্রী মিতালী ঘোষ ও মেয়ে শিল্পা ঘোষ। পাশের বাড়িতেই থাকতেন সঞ্জয় ঘোষের খুরতুতো ভাই শ্রীকান্ত ও তপন ঘোষ।  


দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল জারতুতো-খুরতুতো ভাই-এর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন বিবাদ চরমে পৌঁছয়। এরপরই সাবল দিয়ে কুপিয়ে তিন জনকে আঘাত করে শ্রীকান্ত ও তপন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিন ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক।


সম্প্রতি সিঙ্গুরে এক পরিবারের ৪ জন খুন হন। সম্পত্তি নিয়ে বিবাদে কুপিয়ে খুন, নেপথ্যে আত্মীয়।  একসঙ্গে চার চারটে খুনের ঘটনায় জোরাল হয় এই প্রশ্ন। খুন হয়েছেন, সিঙ্গুরের বাসিন্দা, কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল (৫০) তাঁর স্ত্রী অনসূয়া পটেল (৪৭) দীনেশের বাবা মাভজি পটেল (৭৬) ও ছেলে ভাবিক পটেলের (২৩)।  পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর একটি কাঠের কল রয়েছে। সেখানকার এক কর্মীর দাবি, বৃহস্পতিবার ভোরে ব্যবসায়ীর এক আত্মীয়কে তিনি বাড়িতে ঢুকতে দেখেন। কিছুক্ষণ পরই তাড়াহুড়ো করে তাঁকে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয় ওই কর্মীর। উপরে উঠে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন গৃহকর্ত্রী অনসূয়া। 


পাশেই, রক্তে ভাসছে গৃহকর্তা, তাঁর ছেলে ও বাবার শরীর। পুলিশ সূত্রে খবর, তড়ঘড়ি নীচে নেমে স্থানীয়দের ঘটনার কথা জানান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হল স্বামী-স্ত্রীকে। সিঙ্গুরের বাসিন্দা দিলীপ বটব্যাল বলেন, 'ভেতরে দেখি মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সিঙ্গুর থেকে SSKM-এ আনা হলেও বাঁচানো যায়নি বাকিদেরও। সূত্রের খবর, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল পটেল পরিবারের। সেই বিবাদের কেন্দ্রবিন্দুতে কি সম্পত্তি? তার জেরেই কি খুন? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। 


আততায়ীর খোঁজে বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাদেরই আত্মীয় দীপক পটেলকে গ্রেফতার (Arrested) করল হুগলি জেলা (Hoogly) গ্রামীণ পুলিশ (Police)। গতকাল নিজের বাড়িতে খুন হন কাঠের ব্যবসায়ী দীনেশ পটেল, তাঁর স্ত্রী অনসূয়া পটেল, দীনেশের বাবা মাভজি পটেল ও ছেলে ভাবিক পটেল। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে দীনেশের মামাতো ভাই দীপক পটেলকে। পুলিশ সূত্রে খবর, দীপক ওই কাঠের কলেই থাকতেন। এই ঘটনায় দীপকের ভাই যোগেশ পটেলকে খুঁজছে পুলিশ।