সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শপথ গ্রহণের দিন হুগলির (Hoogly) বৈদ্যবাটি পুরসভার (Baidyabati Municipal) চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের (TMC) একাংশ। দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে চান না বিক্ষোভকারীরা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না নবনিযুক্ত চেয়ারম্যান। আর নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
ফের পুরসভার (Municipal) চেয়ারম্যান নিয়ে ক্ষোভ। দলের ঘোষিত চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। হুগলির বৈদ্যবাটি পুরসভায় সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে তীব্র উত্তেজনা ছড়াল। বৈদ্যবাটি পুরসভায় ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল (TMC)।
আর সেখানেই চেয়ারম্যানকে মানতে নারাজ তৃণমূলেরই (TMC) একাংশ। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে কাউন্সিলর পিন্টু মাহাতোর নাম ঘোষণা করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের প্রশ্ন, মাত্র ৬৪ ভোটে জয়ী পিন্টু মাহাতো কেন চেয়ারম্যান হবেন? তাঁদের দাবি, ৩ হাজার ভোটে জয়ী সুবীর ঘোষকে চেয়ারম্যান করা হোক।
যদিও যাঁকে চেয়ারম্যান করার দাবি করেছেন তৃণমূল কর্মীরা (TMC), তাঁর অবশ্য দাবি, দলের ঘোষিত চেয়ারম্যানকে সঙ্গে নিয়েই তিনি চলবেন। বৈদ্যবাটীর (Baidyabati) ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সির (TMC Councilor) সুবীর ঘোষের কথায়, কে কার অনুগামী জানি না, পিন্টু মাহাতোকেই সঙ্গে নিয়ে চলবে।
চেয়ারম্যান ঘিরে তৃণমূলে মতপার্থক্যের কথা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি (BJP)। শেষ অবধি নানা জায়গায় চেয়ারম্যান নিয়ে অসন্তোষ তৃণমূল নেতৃত্ব কীভাবে সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।
উল্লেখ্য, কালনা পুরসভার (kalna Municiapal) চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্কে নতুন মোড়। আজ নেতাজি ইন্ডোরে ১৭জন তৃণমূল (TMC) কাউন্সিলররের নিয়ে বৈঠক করেন রাজ্য নেতারা । সূত্রের খবর, ক্ষমা চেয়ে দলনেত্রীকে চিঠি দিচ্ছেন তৃণমূল কাউন্সিলররা । দলের চেয়ারম্যানকে তাঁরা মেনে নেওয়ার কথা জানিয়েছেন ।