কলকাতা: যাদবপুরে (Jadavpur University) পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার বেড়ে ৯। তার মধ্যেই নতুন দাবি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশ্ন, কাশ্মীরের (Kashmir) বাসিন্দা কীভাবে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট পেলেন? এর পিছনে বড় চক্রান্ত আছে বলে সন্দেহ প্রকাশ করে, এই ঘটনায় এনআইএ-র তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।
যাদবপুরকাণ্ডে কার্যত একসুর মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবার এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছেন। আজ নদিয়ায় (Nadia) মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের (TMC) প্রতিনিধি দল।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Suvendu Adhikari) বলেন, মূলত বাম এবং অতিবাম যে সংগঠনগুলো, তাদের অনেকে আবার বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারায় বিশ্বাস করে। এদের বাড়বাড়ন্ত যাদবপুরে হতে দেওয়া হয়েছে।
যাদবপুরে ছাত্র-মৃত্যু নিয়ে কার্যত একসুর মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলায়। দুজনেরই নিশানায় বামপন্থীরা। অন্যদিকে আবার যাদবপুরে পড়ুয়া মৃত্য়ুতে NIA তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এনআইএ তদন্ত চাই। তৃণমূলের হয়ে কাজ করত সৌরভ। একজন কাশ্মীরের বাসিন্দা গ্রেফতার হয়েছে তাকে ওবিসি সার্টিফিকেট কে দিয়েছিল। এই চাপানউতোরের মধ্যে এদিন নদিয়ায় মৃত ছাত্রের বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধিরা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আশ্বাস দিয়ে বলেন, আমরা প্রশাসনের দিক থেকে আশ্বস্ত করতে পারি যে পুলিশ ইতিমধ্যে নয় জনকে গ্রেফতার করেছে মমতা দিদির তীক্ষ্ণ নজর আছে বিষয়টির উপর।
অধীর চৌধুরী আবার আক্রমণ শানিয়ে বলেছেন, প্রশাসনিক ব্যর্থতা, প্রতিষ্ঠানের মধ্যে যে দুর্নীতি, কায়েমি স্বার্থের জাল রচিত হয়েছে, তার জন্য গরিব পরিবারের সাধারণ ছেলে, মা-বাবার স্বপ্নকে পূরণ করতে গেছিস তাকে চলে যেতে হল।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার কথায়, নারকোটিকস ডিপার্টমেন্ট সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার কাছে পূর্ণাঙ্গ তদন্তের জন্য চিঠি লিখে জানাচ্ছি। সবমিলিয়ে তরতাজা ছেলেকে হারিয়ে যখন দিশেহারা পরিবার, তখন রাজনীতি চলছে আপন গতিতে।