প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির (Hooghly) যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে এবার ওএমআর শিট (OMR Sheet) বাজেয়াপ্ত করল ইডি (ED)। উল্লেখযোগ্য হল, এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি। 


সূত্রের খবর, আরটিআই-এর মাধ্যমে এই ওএমআর শিট পেয়েছেন কুন্তল। ইডি সূত্রে খবর, জেরার মুখে এমনটাই দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের। 


এদিকে, কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।  'কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে ১৮৯টি ওএমআর শিট'। আদালতে জানালেন পর্ষদের আইনজীবী।  'কারা বসে রয়েছে পর্ষদে ? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়',  মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।                                                      


আরও পড়ুন, 'চুরি করে মজা লাগল', গৃহকর্তাকে সর্বস্বান্ত করে হোয়াটসঅ্যাপ মেসেজে চোরের চ্যালেঞ্জ!


অন্যদিকে, অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির। ইডি দফতরে নিজেই ফোন করলেন গোপাল দলপতি। দুপুর নাগাদ আগে নিজেই ফোন করেন ইডি দফতরে। ফোন করে নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি। এমনকী তিনি নাকি এটাও জানান যে তিনি কলকাতাতেই আছেন।                                                           


কুন্তল ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন গোপাল দলপতি। তাঁকে আগামীকাল ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। সকাল সাড়ে দশটায় ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ইডি সূত্রে। বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর।