অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: ভোটার তালিকায় নামটা রাখতেই হবে। SIR-এর শুনানিতে ডাক পড়লে, যাতে হয়রানির মুখে না পড়তে হয়,তার জন্য নথিপত্র জোগাড় করতে মরিয়া সাধারণ মানুষ।বিশেষ করে বার্থ সার্টিফিকেট। কারণ SIR-এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য় নির্বাচন কমিশন যে নথির তালিকা দিয়েছে, তার মধ্যে অন্যতম হল জন্ম সার্টিফিকেট। এই নথি সংগ্রহ করতে প্রত্যেকদিন বহু মানুষ আসছেন কলকাতা পুরসভায়। বাড়ানো হয়েছে স্লটও। কেন বার্থ সার্টিফিকেট জোগাড়ের হিড়িক ?
SIR-এর হিয়ারিংয়ে ডাক পড়েছে পার্ক সার্কাসের বাসিন্দা মুমতাজ বেগমের। স্বামীর সঙ্গে এসেছিলেন বার্থ সার্টিফিকেট নিতে। এমনও অনেকে বার্থ সার্টফিকেট নিতে এসেছেন, যাদের SIR-এর শুনানিতে ডাক পড়েনি। তবু আতঙ্ক! যদি কোনওদিন প্রয়োজন পড়ে। তাঁদের মধ্যে একজন, মেটিয়াবুরুজের বাসিন্দা তনভির হুসেন । তিনি জানালেন কত কাজ ফেলে তিনি বার্থ সার্টিফিকেট নিতে এসেছেন। 'মায়ের ডিসচার্জ সার্টিফিকেট আছে। কাপড়ের দোকানে ৩০০ টাকায় কাজ করি। সেইসব ছেড়ে এসেছি। ডাক পাইনি, তবে যা হচ্ছে, যদি NRC হয়, তার জন্য এসেছি।'
এলগিন রোডের বাসিন্দা উত্তম সিং রায়েরও শুনানিতে ডাক পড়েনি। তবে আসল বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলায় ফের এসেছেন পুরসভায়। তিনি বলছেন, 'শুনানিতে ডাক পড়েনি। যা পরিস্থিতি, বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি আছে, অরিজিনাল হারিয়ে ফেলেছি। তাই নতুন নিতে এসেছি।'
বার্থ সার্টিফিকেট পাওয়ার স্লট বুক করবেন কীভাবে :
বার্থ সার্টিফিকেট দেওয়ার নিয়ম আরও সহজ করেছে কলকাতা পুরসভা। এই নথি নিতে গেলে হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে স্লট। নম্বরটি হল, 83359 99111
ডেপুটি মেয়র অতীন ঘোষ কী জানাচ্ছেন :
ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, কলকাতা পুরসভার হোয়াটস্যাপ নম্বরে চ্যাট বোর্ডে হাই পাঠালে, তাঁর কাছে স্লট বুক করার অপশন আসবে। নথি ঠিকঠাক থাকলে সার্টিফিকেট পেয়ে যাবে। স্লট বাড়ানো হয়েছে। আগে একদিন ২০০ টা স্লট থাকত। এখন তা বাড়িয়ে ৩০০ করা হয়েছে। রবিবার বাদে বাকি সব দিনই কলকাতা পুরসভা থেকে পাওয়া যাবে জন্ম সার্টিফিকেট।