রাজকোট: সপ্তাহান্তে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) দুরন্ত জয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বুধবার, ১৪ জানুয়ারি ফের একবার দুই দল একে অপরের সঙ্গে মুখোমুখি হবে। তবে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া জিতলেও দলের তারকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর চোটের কবলে পড়ে সিরিজ় থেকে ছিটকেই গিয়েছেন। তাই বুধবার রাজকোটে টিম ইন্ডিয়ার একাদশে বদল সুনিশ্চিত। কিন্তু প্রশ্ন হল কে সুযোগ পাবেন ভারতীয় একাদশে?

Continues below advertisement

সুন্দরের পরিবর্তে ভারতীয় সিনিয়র দলে প্রথমবার আয়ুষ বাদোনিকে ডাকা হয়েছে। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি সুন্দরের মতোই অফস্পিন করতেও সক্ষম। তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ জানান, 'ও (আয়ুষ) তো খেলছে এবং পারফর্ম করছে এবং ভারতীয় এ দলের হয়েও খেলেছে। সাধারণত কোনও দলই (ওয়ান ডেতে) পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে চায় না। গত ম্যাচে যদি ওয়াশির চোট পাওয়ার পর আমাদের হাতে বাড়তি বোলার না থাকত, তাহলে ওই ওভারগুলো কে করত? তাই চার, পাঁচ ওভার করতে পারে এমন কাউকে আমাদের দলে প্রয়োজন এবং সেই কারণেই ওকে নির্বাচিত করা হয়েছে।'

ভারতীয় দলে বাদোনির পাশাপাশি অলরাউন্ড বিকল্প হিসাবে নীতীশ কুমার রেড্ডিও রয়েছেন। তবে নীতীশ ফাস্ট বোলিং অলরাউন্ডার। তাই স্পিনিং অলরাউন্ডার না ফাস্ট বোলিং অলরাউন্ডার, কে দ্বিতীয় ওয়ান ডেতে ভারতীয় একাদশে সুযোগ পাবেন, সেই সিদ্ধান্ত সম্ভবত শেষবেলায় পিচ কেমন, তার ওপর নির্ভর করেই নেওয়া হবে।

Continues below advertisement

 

পাশাপাশি ভারতীয় দলে আরও একটি বদল ঘটলেও ঘটতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ওয়ান ডেতে দুই উইকেট নিলেও নিজের নয় ওভারে ৬০ রান খরচ করেন। তাই তাঁর পরিবর্তে স্কোয়াডে থাকা বাঁ-হাতি ফাস্ট বোলার অর্শদীপ সিংহকেও খেলানো হতে পারে। বাকি দলে তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার অপেক্ষা খেলা শুরুর। ভারতীয় দল রাজকোটে কিন্তু সিরিজ় জয়ের লক্ষ্যেই মরিয়া হয়ে নামবে। সেই লক্ষ্যে টিম ইন্ডিয়া সফল হয় কি না, সেটাই দেখার।   

''