সুনীত হালদার, কলকাতা: পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া কলকাতাতেই থাকতেন। দিনতিনেক আগে আমতার বাড়িতে যান। গতকাল এলাকায় একটি জলসায় যান আনিস।                                       


পরিবারের অভিযোগ, সেখান থেকে ফেরার পর, রাত ১টা নাগাদ আমতা থানা থেকে আসছি বলে পুলিশের পোশাকে বাড়িতে ঢোকে চারজন। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বাবাকে ভয় দেখিয়ে আটকে রেখে আনিসকে নিয়ে তিনতলার ছাদে উঠে ঠেলে ফেলে দেওয়া হয়। কাজ মিটে গেছে বলে জানিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকায় প্রতিবাদী বলে পরিচিত ছিলেন আনিস। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ।         


  পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে যে একজনের রাজ্যপুলিশের পোশাক পরা ছিল। ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয়। চাঞ্চল্যও ছড়ায় গোটা এলাকায়। পুলিশ জানায় তাঁদের ওই এলাকায় কোনওরকম টহলদারি করার কথা ছিল না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ছাত্রের এমন মৃত্যুতে শোকে পাথর পরিবার। এদিকে আইএসএফ দাবি করেছে যে আনিস তাঁদের দলেও কাজ করতেন। যদিও এবিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি।                                                         


অন্যদিকে, হাওড়া (Howrah), তোলা না দেওয়ায় হামলা। ৫০ হাজার টাকা চেয়ে হুমকি, না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। ওষুধের ব্যবসায়ীকে দোকানের সামনেই মারধরের অভিযোগ ওঠে এদিন। হাওড়ার (Howrah) প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের (TMC) দলবলের বিরুদ্ধে অভিযোগ। বেলুড় থানায় তোলাবাজি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।


ব্যবসায়ীর উপর হামলা নিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি 'বিষয়টি নিয়ে কিছুই জানি না, হামলাকারীরা তোলাবাজ, অভিযোগকারী ব্যবসায়ীর বিজেপির লোক, প্রমাণ করুক।’ অভিযোগ দায়ের হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, দাবি পুলিশ সূত্রে।