সুনীত হালদার, হাওড়া: বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসে একটি ট্রাক ধাক্কা মারলে বাসের ৩ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বাসের চালক কন্ডাক্টর সহ ২২ জন। তবে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। সেক্ষেত্রে হতাহতের সংখ্য়া পরবর্তীতে বাড়তে পারে। বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের বাসটি লাইব্রেরি মোড়ের কাছে মুমবাই রোড পার হচ্ছিল। সেইসময় সিগন্যাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষরা।
পার্কস্ট্রিটে বাস দুর্ঘটনা
কয়েক মাস আগে আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল পার্ক স্ট্রিটে রেলিংয়ের ওপর উঠে গিয়েছিল বাস। হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি। পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই । তারমধ্যে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১ জন ভর্তি হাসপাতালে। কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কেন ঘটল এই দুর্ঘটনা? বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটি ? খতিয়ে দেখছে পুলিশ। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? উঠছে প্রশ্ন।
এর আগে সেদিনই সাতসকালে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে। বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ১০ জন বাসযাত্রী। সকাল ৬টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এর জেরে ঘণ্টাদেড়েক অবরুদ্ধ ছিল ১১৭ নম্বর জাতীয় সড়ক।