য় সসুনীত হালদার, বাগনান: ভুয়ো পুলিশের দৌরাত্ম্য এবার। ঘটনাস্থল বাগনাল। সেখানে বরুণাদয় ১৬ নম্বর জাতীয় সড়কে পুলিশ পরিচয় দিয়ে লুঠপাঠের চেষ্টা। বাধা দেওয়ার ফলে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। আর এই ঘটনার ফলে মারা গিয়েছেন এক যুবক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে।
ঠিক কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, সেই জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন সময় লুঠপাঠের চেষ্টা করল একটি চক্র। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজয় দাস। তারকেশ্বরের শ্যামপুরের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, রাত ৮ টা নাগাদ তারকেশ্বর থেকে ৭ জন একটি ১০৭ গাড়ি নিয়ে যাচ্ছিলেন দীঘার উদ্দেশে। গাড়ি চালাচ্ছিলেন সুজয়। রাত ১ টা নাগাদ বাগনান থানার বরুন্দায় ১৬ নং জাতীয় সড়কে পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ি থামায় দুটি বাইকে আসা দুই দুষ্কৃতী। তারা গাড়ির পেপার দেখতে চাইলে, তাদের পেপার দেখান সুজয়। অভিযোগ তারপরেই ৫০০০ টাকা দাবি করে এই দুই দুষ্কৃতী।
১০০০ টাকা দেওয়ায় তাঁদের ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরও আর টাকা দিতে না চাওয়ায়, সুজয়কে ফেলে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। স্থানীয় পেট্রোল পাম্প থেকে নম্বর পেয়ে বাগনান থানায় ফোন করেন আক্রান্তরা। বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম কুশল মনি(২৩) ও রাকেশ দলুই(২৩)।
আহত ৭ জনকে নিয়ে যাওয়া হয় বাগনান হাসপাতালে। সুজয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বাগনান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটি বাইক বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর