সুনীত হালদার, হাওড়া: ফের বেপরোয়া গতির বলি তিন জন। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। গতকাল গভীর রাতে আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।
শহরের বেপরোয়া গতির বলি
অন্যদিকে, একই বাইকে ৪ সওয়ারি। ভোরের জয় রাইডে উল্টোডাঙা উড়ালপুলে মৃত্যু হল দুই ভাইয়ের। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ EM বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন ৪ জন। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। তিলজলার বাসিন্দা মহম্মদ শোয়েব ও তাঁর ভাই ১৭ বছরের মহম্মদ সোহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২ তরুণ বেনিয়াপুকুরের বাসিন্দা। হেলমেট ছাড়া বেপরোয়া গতি থেকে শুরু করে এক বাইকে ৪ জন! শহরে যান-শাসন নিয়ে উঠছে প্রশ্ন।
এর আগে কিছুদিন আগে সাতসকালে কলকাতার রেড রোডে গাড়ি দুর্ঘটনা। আহত হন গাড়ির চালক। সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। আরেকটি গাড়ি মেয়ো রোডের দিক থেকে এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে। প্রথম গাড়ির চালক আহত হন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।