সুনীত হালদার, মনোজ্ঞা লোহিয়াল, হাওড়া: ‘দুয়ারে সরকারে’র লাইনে ফর্ম পেতে হুড়োহুড়ি। হাওড়ার দাশনগরে আহত বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া সদরের মহকুমা শাসক-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। মিনিট পঁয়তাল্লিশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


দুয়ারে সরকারের লাইনে হুড়োহুড়ি। দাশনগরের বালটিকুরিতে পদপিষ্ট হয়ে আহত ১২ জনেরও বেশি। বৃহস্পতিবার, ভোর-রাত থেকে বালটিকুরির মুক্তারাম দে হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্পে লাইনে দাঁড়ান বহু মানুষ। সকাল দশটা নাগাদ, গেট খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন অনেকেই। সামনে দাঁড়ানো কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাশনগর থানার পুলিশ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আর এতেই, ঘটে যায় বিপত্তি। লাইনের সামনে থাকা অনেকেই মাটিতে পড়ে যান। অভিযোগ, পদপিষ্ট হন কয়েকজন। হাওড়া দাশনগরের বাসিন্দা মৌ ঘোষ জানান, আমি গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম।পিছন থেকে ওতো ঠেলাঠেলি হচ্ছে, অনেক মানুষ পড়ে গেছে। আমাকে পা মাড়িয়ে চলে গেছে।


হাওড়া দাশনগরের আরেক বাসিন্দা রবীন্দ্রনাথ পোল্লে জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত দাশনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে আসেন হাওড়া সদরের মহকুমা শাসক-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। 


হাওড়া সদর মহকুমা শাসক তরুণ ভদ্রের কথায়, ধাক্কাধাক্কি হয়েছে, পড়ে গেছে গেছে। একটু অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে, সমবায়মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ রায়ের দাবি, ক্যাম্পে প্রচুর ভিড় হচ্ছে। ভিড় থেকেই এই ঘটনা। আমরা পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। আরও যেন ক্যাম্প করা যায়, তার ব্যবস্থা করা হবে।
ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বাছাইতে স্বজনপোষণের আশঙ্কায় দেগঙ্গায় কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল পঞ্চায়েত অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম স্ক্রুটিনির কাজ চলছিল। স্বজনপোষণের জেরে নাম বাদ পড়ার আশঙ্কায় তৃণমূলের প্রাক্তন প্রধানের নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে দেগঙ্গা থানার পুলিশ ও বিডিও ঘটনাস্থলে যান। স্বজনপোষণের আশঙ্কা নস্যাৎ করেছেন তৃণমূল প্রধান।