Howrah News: প্রধান নির্বাচনে জয়ী তৃণমূল, বানিবন পঞ্চায়েত হারাল বিজেপি

Howrah Political News: গত ৩০  নভেম্বর ভোটাভুটিতে ১৫-৯ ফলাফলে বানিবন পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। আজ প্রধান নির্বাচনেও তৃণমূল ১৫-৯ ফলে জয় লাভ করে। নতুন প্রধান নির্বাচিত হন তৃনমূলের শরিফা বেগম।

Continues below advertisement

সুনীত হালদার, হাওড়া:   উলুবেড়িয়ার বানিবন পঞ্চায়েতের  দখল নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান নির্বাচনে তৃণমূলের পক্ষে ভোট দেন ১৫ জন সদস্য আর বিজেপির পক্ষে ভোট দেন ৯ জন সদস্য।২৪টি আসন বিশিষ্ট বানিবন গ্রাম পঞ্চায়েতে ২০১৪ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১৩টি আসনের দখল করে এবং তৃণমূল কংগ্রেস ১০টি এবং ফরওয়ার্ড ব্লক ১টি আসন পেয়েছিল। বিজেপির বোর্ড গঠন করেছিল। গত ৩০ শে নভেম্বর অনাস্থা ভোটে তৃণমূলের পক্ষে বিজেপির ৪ সদস্য ও ফর‌ওয়ার্ড ব্লকের ১ সদস্য ভোট দেয় তৃণমূলে।

Continues below advertisement

গত ৩০  নভেম্বর ভোটাভুটিতে ১৫-৯ ফলাফলে বানিবন পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। আজ প্রধান নির্বাচনেও তৃণমূল ১৫-৯ ফলে জয় লাভ করে। নতুন প্রধান নির্বাচিত হন তৃনমূলের শরিফা বেগম। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি বলেন এই কেন্দ্রের ৩ টি পঞ্চায়েত ইতিমধ্যেই গনতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃনমূল। বাকি একটি গ্রাম পঞ্চায়েত দখল খুব তাড়াতাড়ি নেয়া হবে। হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সভাপতি প্রত্যুষ মন্ডল বলেছিলেন, চাপের মুখে নতিস্বীকার করে এই ৪ সদস্য তৃণমূলে গেছে। আমরা এই ৪ পঞ্চায়েত সদস্যের সদস্যপদ বাতিল করতে আদালতের দারস্থ হব।

উল্লেখ্য, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বানিবন গ্রাম পঞ্চায়েতে অনাস্থা নিয়ে বিজেপি এবং তৃণমূলের  মধ্যে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছিল। গত ১৯ আগস্ট উলুবেড়িয়ার করাতবেড়িয়া তৃণমূল পার্টি অফিসে উলবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজীর নেতৃত্বে একজন ফরওয়ার্ড ব্লক প্রতিনিধি এবং পাঁচজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপরই গত ২৬  আগস্ট উলুবেড়িয়া ২  নম্বর ব্লকের বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব নিয়ে  তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। বিজেপি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সভাপতি প্রত্যুষ মন্ডল এক সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে, ওই পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাবের উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। আপাতত ওই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। তিনি আরও অভিযোগ করেছিলেন,  বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে এবং প্রলোভন দেখিয়ে তাদের দলে টানার চেষ্টা করেছিল। তারা আইনি লড়াইয়ের সাহায্য নিয়ে রুখে দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীন এর চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা জানিয়েছিলেন,  তিনি অর্ডারের কপি হাতে পাননি। তবে তারা কোর্টের নির্দেশ মেনে চলবেন। তিনি দাবি করেন যারা বিজেপির থেকে তৃণমূলে যোগদান করেছিলেন তারা নিজের ইচ্ছায় এসেছিলেন। 
এরপর ৩০ নভেম্বর পঞ্চায়েতে আস্থায় ভোট হয়েছিল। 

Continues below advertisement
Sponsored Links by Taboola