সুনীত হালদার, হাওড়া : হাওড়ায় বিজেপির অস্বস্তি বাড়ালেন আরও এক নেতা। দলীয় পদ থেকে ইস্তফা দিলেন হাওড়া জেলা সদরের সম্পাদক বিমল প্রসাদ। জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত পদত্যাগী নেতা। গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন সুরজিৎ। এ ব্যাপারে তিনি সুরজিৎ সাহাকেই সমর্থন করেন বলে জানিয়েছেন হাওড়া জেলা সদরের পদত্যাগী সম্পাদক। পদত্যাগী নেতার মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য।
গত সপ্তাহের একটি ঘটনায় হাওড়া বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি। বিস্ফোরক মন্তব্যে সামনে চলে আসে বিজেপিতে তুঙ্গে আদি-নব্যের লড়াই! চরম অস্বস্তিতে পড়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব! বহিষ্কার করা হয় শুভেন্দুকে বিরুদ্ধে মুখ খোলা নেতাকে! হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাতেই বৈঠকে বসে বিজেপি! আর তারপরই হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি সুরজিত্ সাহাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন :
'BJP তে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি', এবার বিস্ফোরক প্রবীর ঘোষাল
এরপরই বুধবার সকালে শুভেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিস্ফোরক আক্রমণ শানান জেলা বিজেপির এই শীর্ষ নেতা! তিনি বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি হাওড়া সদরে কোনও সিট জিততে পারেনি। কারণ অরূপ রায়ের সঙ্গে হাওড়া জেলা কমিটির যোগ ছিল। আমরা বলতে চাই উনি মাত্র ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁর কাছে আমরা সার্টিফিকেট নেব না!
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে হাওড়া বিজেপির শীর্ষ নেতার এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি! আরও প্রকট হয় গোষ্ঠীদ্বন্দ্ব। আর দলীয় পদ থেকে ইস্তফা দেওয়া বিমল প্রসাদ জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত ! সবমিলিয়ে হাওড়া বিজেপিতে চরমে নব্য-আদি বিজেপি তরজা।