সুনীত হালদার, হাওড়া: শারীরিক সম্পর্কের পর টাকা চেয়ে ব্ল্যাকমেল। মানসিক চাপ সহ্য করতে না পেরে সঙ্গীর সামনেই পাঁচতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক! চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার সালকিয়ায়। ব্ল্যাকমেল ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


প্রেমের টোপ দিয়ে শারীরিক সম্পর্ক। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ফোনে রেকর্ড করে পুরুষ সঙ্গীকে ব্ল্যাকমেলের অভিযোগ। মোটা টাকা না দিলে পরিবারের কাছে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস করার হুমকি। মানসিক চাপ সহ্য করতে না পেরে মহিলা সঙ্গীর সামনেই আত্মঘাতী যুবক! হাওড়ার সালকিয়ার একটি ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। যা থেকে প্রশ্ন উঠছে, রাঁধুনির ‘প্রেমের’ ফাঁদে পড়েই কি প্রাণ খোয়াতে হল রংমিস্ত্রিকে? 


টাকা চেয়ে ব্ল্যাকমেলের মানসিক চাপ সহ্য না করতে না পেরেই, আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রংমিস্ত্রি? ঘটনায় দৌলত দেবী গুপ্ত নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ। সালকিয়ার রসিককৃষ্ণ ব্যানার্জি লেনের বাসিন্দা ওই মহিলা বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন। পুলিশ সূত্রে দাবি, জেরায় যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি।  


উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা আকাশ দাস। পুলিশ সূত্রে খবর, সালকিয়ার একটি আবাসনে রঙের কাজ করছিলেন তিনি। ওই আবাসনে রান্নার কাজ করতে আসা দৌলত দেবী গুপ্তর সঙ্গে সপ্তাহ দুয়েক আগে পরিচয় হয় তাঁর। পুলিশ সূত্রে দাবি, ধৃত রাঁধুনি জেরায় স্বীকার করেছেন, শুক্রবার বিকেলে আকাশকে সঙ্গে নিয়ে আবাসনের ছাদে যান তিনি। সেখানে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। নিজের মোবাইল ফোনে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রেকর্ড করেন মহিলা। তারপর মোটা টাকা চেয়ে রংমিস্ত্রি আকাশকে চাপ দেন।  


টাকা না দিলে আকাশের পরিবারের কাছে ওই ভিডিও ফাঁস করে দেওয়ায় হুমকি দেওয়া হয়।  পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা আরও জানিয়েছেন, হুমকি শুনে তাঁর সামনেই আবাসনের পাঁচতলার ছাদ থেকে নীচে ঝাঁপ দেন আকাশ। পাশের বাড়ির দোতলার ছাদে গিয়ে পড়েন তিনি। অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতেই আবাসন থেকে পালিয়ে যান মহিলা। ধৃত মহিলার একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।