মুম্বই: আর কিছুদিন পরই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে রিয়েল লাইফ জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। বেশ কিছু বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে দুজনকে একসঙ্গে রুপোলি পর্দাতেও দেখতে পাবেন দর্শক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর কপূর ও আলিয়া ভট্টের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি 'ব্রহ্মাস্ত্র'-র একটি দৃশ্যের। যেখানে একে অপরের থেকে দিকে বিভোর হয়ে তাকিয়ে রয়েছেন দুই তারকা। আর দুই অভিনেতার এই ছবি দেখে নেট নাগরিকদের মনও রোম্যান্টিকতায় ভরে গিয়েছে।
সম্প্রতি নেট মাধ্যমে 'ব্রহ্মাস্ত্র' ছবি থেকে রণবীর কপূর ও আলিয়া ভট্টের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় লোহার গেট। তার একদিকে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কপূর। অন্যদিকে আলিয়া ভট্ট। দুজনেই দুজনের দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে রয়েছেন। গেটের উপর রাখা রণবীরের হাতে হাত রেখেছেন আলিয়া। রণবীর-আলিয়ার এই ছবি ভ্যালেন্টাইন্স ডে-র আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। নেট নাগরিকরা দুই তারকার এমন ভালোবাসায় ভরা ছবি দেখে খুশিতে ডগমগ। তাঁরাও কমেন্টে দুই তারকাকে ভালোবাসা জানিয়েছেন।
আরও পড়ুন - Valentine Week 2022: কিস ডে-তে বিগ বি-র সঙ্গে বিশেষ ছবি পোস্ট আদনান সামির
'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কপূরের অভিনীত চরিত্রের নাম শিবা। এবং আলিয়া ভট্টের অভিনীত চরিত্রের নাম ইশা। শিবা আর ইশার রোম্যান্টিক মুহূর্তের ছবি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'খুব মিষ্টি'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শিবা আর ইশা রুপোলি পর্দায় জাদু তৈরি করতে চলেছে।'
প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটিতে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। বেশ কয়েক বছর আগে থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। মাঝে করোনা পরিস্থিতির কারণে কিছুটা থমকে যায়। জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে। এই ছবিতে রণবীর কপূর আলিয়া ভট্ট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনের মতো তারকাদের।