সুনীত হালদার, হাওড়া : গতকালের মতোই কুয়াশার জন্য ব্যাহত হল দূরপাল্লার ট্রেন চলাচল। হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলছে। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলেই এই সমস্যা বলে জানা গেছে।


পূর্ব রেল সূত্রে খবর,    



  • ডাউন রাজধানী এক্সপ্রেস ১০ ঘন্টা

  • ডাউন কালকা মেল সাড়ে ৭ ঘণ্টা

  • ডাউন হিমগিরি এক্সপ্রেস সাড়ে ৪ ঘন্টা

  • ডাউন যোধপুর এক্সপ্রেস ৫ ঘন্টা

  • ডাউন চম্বল এক্সপ্রেস ৬ ঘন্টা

  • ডাউন দুন এক্সপ্রেস ৩ ঘন্টা

  • ডাউন বিভূতি এক্সপ্রেস ৩ ঘন্টা দেরিতে চলছে।

    মূলত উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট থাকায় ট্রেন দেরিতে চলায় এই সমস্যা দেখা দিয়েছে।
    একইভাবে দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে । 

  • ডাউন মুম্বাই মেল ভায়া নাগপুর ৪ ঘন্টা ২০ মিনিট

  • ডাউন আজাদ হিন্দ এক্সপ্রেস ৬ ঘন্টা

  • ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস ৩ ঘন্টা ৪০ মিনিট

  • ডাউন ব্যাঙ্গালোর হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১ ঘন্টা

  • ডাউন আহমেদাবাদ এক্সপ্রেস ২ 'ঘণ্টা দেরিতে চলছে।


দুই শাখাতেই লোকাল ট্রেন মোটের ওপর নির্ধারিত সময়ে  চলছে। অফিসিয়ালি কোনও ট্রেনের সময় পরিবর্তন করা হয়নি।  
বিমান পরিষেবা বাতিল


শীতে কাঁপছে দিল্লি-সহ NCR। রাজধানীতে পারদ নেমেছে চারের ঘরে। কনকনে ঠান্ডার দোসর হয়েছে ঘন কুয়াশা। এর ফলে দিল্লি থেকে কলকাতাগামী অনেক বিমানই দেরিতে ছেড়েছে। দিল্লি থেকে দেরিতে চলছে একাধিক ট্রেন। কলকাতায় কুয়াশার দাপট থাকলেও, কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামায় এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই।  

সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ  


সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী। আর তার জেরে দিল্লিগামী ৩০ টি ট্রেন অনেক দেরিতে চলছে। তার তালিকা প্রকাশ করেছে এএনআই। দিল্লিতে কয়েকদিন ধরেই তীব্র হয়েছে শীত।  সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই শীতের মরসুমের সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। IMD ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। ২১ জানুয়ারি পর্যন্ত পরিষ্কার আকাশই থাকবে। তবে কুয়াশার দাপট থাকছেই। 

Read more at: https://www.goodreturns.in/news/indian-railways-train-delay-news-update-30-trains-delayed-due-to-low-visibility-1324211.html?story=4






আরও পড়ুন :


 মকর সংক্রান্তির পর আরও নামল তাপমাত্রা, সেই সঙ্গে বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায় 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।