সুনীত হালদার, হাওড়া: যাতায়াতে আধ ঘণ্টা সময় লাগলে, হাতে আরও বেশি সময় নিয়ে বেরোতে হতো। কখনও আগেভাগে বেরিয়েও সময়ে পৌঁছনো যেত না। কারণ যানজট। উলুবেড়িয়া শহরে নিত্যদিনের যানজটে (Traffic Problem in Uluberia) কার্যত নাজেহাল হয়ে গিয়েছেন বাসিন্দারা। যানজটের সমস্যা নিয়ে বারবার অভিযোগও জানানো হয়েছিল। অবশেষে উলুবেড়িয়া শহরে প্রতিদিনের যানজট কাটাতে উদ্য়োগী হল রাজ্য পূর্ত দফতর।
কোথায় রাস্তা হবে?
সোমবার উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে জেটিঘাটা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার বাইপাস রাস্তার কাজ শুরু করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।
যানজটে নাভিশ্বাস:
দীর্ঘদিন যানজটে নাভিশ্বাস উঠেছিল উলুবেড়িয়া (Uluberia News) শহরের বাসিন্দাদের। গত ৭ ফেব্রুয়ারি হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তার শিলান্যাস করেন। আজ শহরের যানজট কমাতে উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাটা পর্যন্ত ৩.৬৫ কিলোমিটার দীর্ঘ সেই রাস্তার (bypass road in uluberia) কাজ শুরু করলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। এই রাস্তা ৭ মিটার চওড়া এবং রাস্তার দু'ধারে আড়াই মিটার করে ফুটপাত তৈরি করা হবে। এছাড়াও দুইটি ৩০ মিটারের সেতু এবং ৮ টি কালভার্ট নির্মাণ করা হবে। এদিন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, 'এই বাইপাস তৈরিতে ২ টি ব্রিজ এবং ৮ টি কালভার্ট তৈরি করা হবে।'
কত খরচ:
রাজ্যের মন্ত্রী জানিয়েছেন এই কাজ করতে মোট খরচ হবে ৩৭ কোটি টাকা।
সব কাজ এক বছরের মধ্যেই শেষ হবে বলে তিনি জানান। এদিন তিনি আরও বলেন, 'এই রাস্তা তৈরিতে কাউকে জমি থেকে উচ্ছেদ করা হয়নি।' মেদিনিপুর ক্যানেলের পাশে বেশ কিছু বাসিন্দা বেআইনিভাবে থাকতেন বলে জানা গিয়েছে। সেই বাসিন্দাদের জন্য 'সবার জন্য ঘর' প্রকল্পে থাকার বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়। এর পাশাপাশি অনেক বেআইনি বসবাসকারী স্বেচ্ছায় চলে গিয়েছেন বলে তিনি জানান। এই বাইপাস রাস্তা তৈরির ফলে উলুবেড়িয়া শহরে যানজট অনেকটাই কমে যাবে বলে আশা শহরবাসীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মঙ্গলে অমঙ্গলের ছায়া কাদের? কারা থাকবেন সাবধান? কী বলছে কালকের রাশিফল?