কলকাতা: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওযার চেষ্টা যুবকের। ব্রিজের চার ও পাঁচ নম্বর পিলারের মাঝখানে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওযার চেষ্টা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যুবককে উদ্ধার করা সম্ভব হল। 
যুবকের নাম-পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। তিনি কীভাবে কাঁটাতার টপকে রেলিং-এর পাশে পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। (Howrah Bridge)


শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা সামনে আসে। হাওড়া ব্রিজের ৪ ও ৫ নম্বর স্তম্ভের পাশে যে গার্ডরেল এবং তার উপর কাঁটাতার রয়েছে, তা এক যুবক গঙ্গায় ঝাঁপ দিতে উদ্যত হন। গঙ্গায় ঝাঁপ দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। পথচলতি মানুষ ওই যুবককে নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই তাঁকে বোঝানো যাচ্ছিল না। পথচলতি মানুষই পুলিশকে খবর দেন। (Kolkata News)


খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কথা বলেন পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ঝাঁপ না দিয়ে এপারে চলে আসতে বলা হয়। এর পর গার্ডরেলের ফাঁক দিয়ে দড়ি গলিয়ে ওই যুবককে বেঁধে ফেলা হয়, যাতে ঝাঁপ দিতে না পারেন তিনি, পড়েও না যান। 


আরও পড়ুন: Weather Update : আজই এই জেলাগুলিতে প্রবেশ করছে বর্ষা, সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা ২ জেলায়


বেশ খানিক ক্ষণ ধরে এই কথোপকথন চলে। এর পর ওই যুবক এপারে আসতে রাজি হন। সেই মতো দমকল কর্মীদের মধ্যে থেকে কয়েক জন গার্ড রেলে উঠে পড়েন। হাত ধরে ওই যুবককে তুলে আনার কাজ শুরু করেন তাঁরা। ব্রিজের উপর, গার্ডরেলের এপার থেকে ওই যুবকের সঙ্গে তখনও কথা চালিয়ে যাচ্ছিলেন পুলিশের আধিকারিকরা। তাঁকে সাহস জোগানো হয়।


এর পর গার্ডরেলের সঙ্গে যুবকের কোমরে যে দড়ি বাঁধা হয়েছিল, তা খোলা হয়। দমকল কর্মীরা হাত ধরে ওই যুবককে টেনে তোলার চেষ্টা করেন। গার্ডরেলের এপার থেকেও যুবককে ধরেছিলেন পুলিশ এবং দমকলকর্মীরা। শেষ পর্যন্ত ওই যুবককে গার্ডরেলের এপারে আনা সম্ভব হয়। কী কারণে তিনি গঙ্গা ঝাঁপ দিতে গিয়েছিলেন, জানা যায়নি এখনও পর্যন্ত। সকলের নজর এড়িয়ে,কাঁটাতার গলে, গার্ডরেলের ওপারেই বা পৌঁছলেন কী করে, তা-ও খোলসা হয়নি। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছেন।


সবিস্তার আসছে