কলকাতা : আগমন বার্তা দিয়েও হারিয়ে যায় বর্ষার মেঘ। শহর এখনও বঞ্চিত ঝমঝমিয়ে বৃষ্টি থেকে। তাতাপোড়া গরম থেকে স্বস্তি মিলছে না কিছুতেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশে প্রবেশ করেছে।  দক্ষিণবঙ্গের কিছু অংশেও প্রবেশ করার কথা বর্ষার। সব ঠিকঠাক চললে আজই পুরোদমে উত্তর ২৪ পরগণা, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণার বেশিরভাগ অংশ, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশে বর্ষার আগমন ঘটবে। 

২১ জুন আবহাওয়া দফতর জানায়, বর্ষা প্রবেশ করেছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতায়। এছাড়াও বর্ষা এন্ট্রি নিয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের কিছু জায়গায়। দক্ষিণবঙ্গের বাকি এলাকায় কবে বর্ষার প্রবেশ হবে, তারই অপেক্ষা চাতকের মতো। আবহাওয়া দফতরের পূর্বাভাস , গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, শনিবার অর্থাৎ আজই বর্ষার প্রবেশ ঘটবে।  প্রাক বর্ষার বৃষ্টি থেকে বর্ষার বৃষ্টি পেতে চলেছে বঙ্গ। ২৩ জুন অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। 

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি থামার পূর্বাভাস না থাকলেও, কমবে বর্ষণ। দার্জিলিং-এর উপর দিয়ে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ২১ থেকে ২৬ জুন পর্যন্ত  বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।  দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও চলবে বৃষ্টি । 

আগামী ২৪ জুন, অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহারের এক বা দুটি জায়গায় । ভারী থেকে খুব ভারী বৃষ্টি  হওয়ার সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলা। উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (07-11 সেমি) হতে পারে।   

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও রয়েছে পূর্বাভাস রয়েছে।  হাওয়া অফিস সতর্ক করেছে,  যখন বৃষ্টি হবে না, তখন আর্দ্রতাজনিত অস্বস্তির অস্বস্তি  থেকে যাবে।    

আরও পড়ুন: 

NET-এর প্রশ্ন ফাঁসে কেন উঠে আসছে টেলিগ্রাম, ডার্কওয়েবের নাম? কেন অপরাধীদের পছন্দের তালিকায় এই ২ প্ল্যাটফর্ম?

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? জানাল আবহাওয়া দফতর 

সূত্র - https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
22-Jun 27.0 34.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Jun 28.0 35.0
Generally cloudy sky with Light rain
24-Jun 28.0 35.0
Generally cloudy sky with Light rain
25-Jun 28.0 35.0
Generally cloudy sky with Light rain
26-Jun 27.0 35.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
27-Jun 27.0 34.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm