সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: অবাক করা ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন শাখায়। ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল যেটা সুপার নামে পরিচিত। ট্রেনটি শ্রীরামপুর,শেওড়াফুলি,চন্দননগরের পর চুঁচুড়ায় দাঁড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্দিষ্ট সময়ের থেকে দুই মিনিট বিলম্বে অর্থাৎ সাতটা দুই মিনিটে হাওড়া ছাড়ে ট্রেনটি। যেহেতু গ্যালোপিং ট্রেন শহরতলীর অনেক অফিস যাত্রীই এই ট্রেনে বাড়ি ফেরেন। এক যাত্রী জানান,চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতে পারেন না কী হল। অনেকে গেটের কাছে চলে আসেন নামার জন্য। কিন্তু ট্রেন দাঁড়ায়নি। পরে হুগলিতে গিয়ে দাঁড়িয়ে পরে। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি। যাত্রী নামিয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যে রওনা দেয়।
আরও পড়ুন: Sealdah News: বজবজ শিয়ালদা শাখায় রেল লাইনে ফাটল,অল্পের জন্য বাঁচল যাত্রীবাহী ট্রেন
চালকের ভুলে নাকি অন্য কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রেল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,বিষয়টি শুনেছি। কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: East Medinipur News: হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে শতাধিক গরু সহ আটক ২৫