সুনীত হালদার, হাওড়া : মঙ্গলবার অফিসটাইমে হাওড়ায় ( Howrah ) ঘটে গেল একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ( Bus Accident ) । হাওড়ার দাশনগর এলাকার বালটিকুরি বাজারে ঘটনাটি ঘটে। অফিস টাইমে ঘিঞ্জি রাস্তায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।  আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 



স্থানীয় সূত্রে খবর,  সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি হাওড়া-ডোমজুড়ের ৬৩ নম্বর রুটের বাস । সেটি হাওড়া-আমতা রোড ধরে ডোমজুড়ের দিকে যাচ্ছিল। অন্যটি  বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস । সেই বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে এসে  ধাক্কা মারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের যাত্রীরাই গুরুতর আহত হন।  দুর্ঘটনার জেরে বালটিকুরি বাজারে সকালে তুমুল যানজট তৈরি হয় বলে খবর। 

বাসদুটিকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। দাশনগর থানার পুলিশ বাসদুটিকে আটক করেছে । হাওড়ার এই এলাকা যথেষ্টই ঘিঞ্জি এলাকা। তার উপরে অফিস টাইম। তাই রাস্তাতেও ভিড় ছিল। সেই সময় এই দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।   


আরও পড়ুন :


 হস্টেলের ৬৫ নম্বর ঘরে কী হত? উত্তর খুঁজছে পুলিশ                                                        


ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা


অন্যদিকে এদিন ভোরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরাক্কা সেতুতে ট্র্য়াক্টরে ধাক্কা মেরে রেললাইনে উঠে যায় লরি। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পান মালগাড়ির চালক।                 


মঙ্গলবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মালদা থেকে ফরাক্কাগামী ১৪ চাকার লরি প্রথমে ট্র্যাক্টর ও পরে ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে ডাউন লাইন ধরে চলা মালগাড়িকে ধাক্কা মারে। ইমার্জেন্সি ব্রেক কষায় বেঁচে যান মালগাড়ির চালক। দুমড়ে-মুচড়ে যায় ট্র্যাক্টর ও লরি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় CISF ও পুলিশ কর্তারা। লরির চালক পলাতক।   


আরও পড়ুন:                                                                           


'মানসিক নির্যাতন', এবার বিশ্বভারতীর হস্টেলে 'র‍্যাগিং', UGC কে চিঠি ছাত্রের