বীরভূম : যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে ( Visva Bharati ), হস্টেলেই উঠল 'র্যাগিং'য়ের ( Ragging ) অভিযোগ। এক ফরাসি ভাষা বিভাগের ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউজিসিকে চিঠি দিয়ে র্যাগিংয়ের অভিযোগ এনে নালিশ ছাত্রের ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ইউজিসির কাছ থেকে অভিযোগ পেয়ে ইতিমধ্যে ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা ইতালি ও জার্মান ভাষা বিভাগের ছাত্র। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ছাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার এই অভিযোগ পাওয়ার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্বভারতী কর্তৃপক্ষ হস্টেলগুলোতে ঘুরে ঘুরে দেখেন, কোথাও কোনও রকম ব়্যাগিংয়ের অভিযোগ রয়েছে কি না। পড়ুয়াদের উপর মানসিক বা শারীরিক হেনস্থা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সোমবার সকালে হস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযুক্ত পড়ুয়াদের ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসে। কিন্তু অভিযুক্ত তিন জনের মধ্যে এক ছাত্র হস্টেলে ছিলেন না। বাকি দু’জন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। পরে হস্টেল থেকে তাঁদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে বলা হয়। তাদের বহিষ্কার করা হতে পারে বলে জানা গিয়েছে, কিন্তু কতৃপক্ষ বহিষ্কারের বিষয়ে মুখ খোলেনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব়্যাগিংয়ের ঘটনায় এখন তোলপাড় বাংলা। এই প্রেক্ষাপটে উঠে আসছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন রকম ব়্যাগিং সংক্রান্ত অভিযোগও। যাদবপুরের মতো, IIT-র মেধাবী ছাত্র ফয়জান আহমেদের মর্মান্তিক মৃত্য়ুর নেপথ্য়েও, উঠে এসেছে র্যাগিংয়ের অভিযোগ। ফয়জানের মায়ের দাবি, হস্টেলে যাওয়ার পর থেকেই নতুন ছাত্রদের ওপর অত্য়াচার করা হত। আক্ষেপের সুরে তিনি বলছেন, সেই সময় IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরে আরেক পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না।
এছাড়াও এই অভিযোগে সরব হয়েছেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ বালিগঞ্জ টেকনলজি হস্টেলের এক আবাসিকও। তিনি Jute and Fibre Technology বিভাগের ছাত্র। তাঁর দাবি, চার বছর ধরে লাগাতার তাঁর ওপর নির্যাতন হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।
অন্যদিকে আবার যাদবপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এক ছাত্র। প্রথম বর্ষের ছাত্রকে ইউনিয়ন রুমের মধ্যে র্যাগিং করা হয় বলে অভিযোগ টিএমসিপপি-র বিরুদ্ধে। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করাও হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন :
হস্টেলের ৬৫ নম্বর ঘরে কী হত? উত্তর খুঁজছে পুলিশ