সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) চ্যাটার্জিহাটে (Chatterjee) এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ রয়েছে । পুলিশের (Howrah Police) প্রাথমিক অনুমান, অশান্তির নেপথ্যে রয়েছে সিন্ডিকেট বিবাদ।
‘হামলা’, ‘গুলি’, ‘মারধর’ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় শনিবার রাতে অশান্তির অভিযোগ । ওই ঘটনায় আকাশ মালিক নামে একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত ।
শনিবার রাতে এলাকা দখলকে কেন্দ্র করে ভট্টাচার্য পাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। আকাশ মালিক ও সোহম মুখোপাধ্যায় নামে দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বাধে। অশান্তির সময় গুলি চালানোর অভিযোগ উঠেছে আকাশের বিরুদ্ধে। সেই সঙ্গে আকাশ ও তার লোকজন সোহমকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
আহত সোহম মুখোপাধ্যায় এখন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন । চ্যাটার্জিহাটের ভট্টাচার্য পাড়ার বাসিন্দা অরিন্দম ভট্টাচার্যের কথায়, ' আমাদের পিসফুল জায়গা । সেখানে এরকম ঘটনা! গুলি চলেছে। আশাবাদী পুলিশ ব্যবস্থা নেবে । পুলিশের প্রাথমিক অনুমান, অশান্তির নেপথ্যে রয়েছে সিন্ডিকেট বিবাদ। আহতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে, তাতেও সেই ইঙ্গিত মিলেছে ।
আরও পড়ুন: Jalpaiguri : শিশু বিভাগে খাবারে মরা কেঁচো ! অভিযোগ ঘিরে বিক্ষোভ জলপাইগুড়ি সদর হাসপাতালে
আহত সোহমের আত্মীয় অশোক কুমার বলছেন, কনস্ট্রাকশনের মাল সরবরাহ নিয়ে গণ্ডগোল। পুরনো ঝামেলা থেকে হামলা হতে পারে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত, খুনের চেষ্টা, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: Paschim Medinipur: রাস্তার পাশে মাঠের ধার থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুন বলে দাবি মৃতের দিদির