হাওড়া: পয়গম্বর নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জের। শনিবারের অশান্তির পর রবিবার থমথমে হাওড়ার পাঁচলা (Howrah News)। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা এবং জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। 


বুধবার পর্যন্ত জারি ১৪৪ ধারা 


গতকালের অশান্তির পর আজ থমথমে রেজিনগর এবং বেলডাঙাও। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।


এ দিকে, রেজিনগরের পর বড়ঞা। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ জেলায়। এ দিন সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশ এবং বিধায়কের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে।


আরও পড়ুন: Murshidabad News: সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, চলছে রাজনৈতিক তরজা


রবিবার হাওড়ায় আসার পথে এ দিন পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাঁকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ বাধা দিচ্ছে বলে দাবি শুভেন্দুর। সেই নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন তিনি। 


রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে


এর পর, প্রায় ২ ঘণ্টা পর তমলুকের রাধারানি মোড় থেকে শুভেন্দু অধিকারীর কনভয় ছাড়ল পুলিশ। কলকাতায় পৌঁছেই মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে সুকান্ত মজুমদারের অবস্থান মঞ্চে পৌঁছন শুভেন্দু।