সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুরনিগম (howrah municipal corporation) এলাকায় শুরু হল পানীয় জল সরবরাহের ভূর্গভস্থ পাইপলাইন বসানোর কাজ। সোমবার পাইপ বসানোর কাজের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।


দীর্ঘদিন ধরেই হাওড়া পুরনিগম এলাকায় রয়েছে পানীয় জলের (drinking water) সমস্যা। কোথাও দিনভর অপেক্ষা করেও পর্যাপ্ত জল মেলে না। কোথাও আবার পাইপে জল আসে সরু সুতোর মতো। সমস্যা মেটাতে দীর্ঘদিন আগেই শুরু হয়েছিল কাজ। শিবপুর (shibpur) ওলাবিবিতলায় পানীয় জলের ভূগর্ভস্থ জলাধার (underground water reservoir) তৈরির কাজ শেষ করেছে হাওড়া পুর কর্তৃপক্ষ। ওই জলাধারে পদ্মপুকুর জল প্রকল্প থেকে পাইপ লাইনের মাধ্যমে জল নিয়ে আসা হবে। তারপর সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে মধ্য ও দক্ষিণ হাওড়ার ঘরে ঘরে পানীয় জল পৌঁছনোর কথা। কিন্তু কোনওদিকের পাইপই এখনও বসানো হয়নি। এদিন সেই কাজেরই উদ্বোধন করা হয়। 


হাওড়া শহরে পানীয় জলের সমস্যা মেটাতে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে ২০১৫ সালে বুস্টার পাম্পিং স্টেশন (pumping station) বসানোর কাজ শুরু করা হয়েছিল। কিন্তু কিছুদিন কাজ চলার পর টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে হাওড়া পুরনিগম আর্থিক অনুদান পায়। তারপরে ফের কাজ শুরু হয়েছে ।


এদিন মন্ত্রী অরূপ রায় স্বীকার করেছেন, হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর হাওড়ার কোনও বাড়িতে পানীয় জলের সমস্যা আর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'যুদ্ধকালীন তৎপরতায় পাইপ বসানোর কাজ শুরু হবে যাতে এই গরমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যায়। এই কাজ হয়ে গেলেই মধ্য এবং দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সমস্যা মিটবে।'