সুনীত হালদার, হাওড়া : ৫ ঘণ্টা পার। এখনও দাউদাউ করে জ্বলছে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদাম। 


স্থানীয় সূত্রে খবর, কারখানার নিরাপত্তাকর্মীরাই আগুন দেখে প্রথম। পরে ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বেরিয়ে আসছিল কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া। খবর পেয়ে ছুটে আসেন সাঁকরাইল থানা ও ডোমজুড় থানার পুলিশ। ঘটনাস্থলে যান, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । এক এক করে ঘটনা স্থলে ১৬টা ইঞ্জিন পৌঁছায়।


আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা । বেশ কয়েকটি গাড়ি জ্বলে যায়। এর ফলে আরও ছড়িয়ে পড়ে আগুন। গরম তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত ছিল সেখানে। খবর পেয়ে পৌঁছন কারখানার লোকজন। 


আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে দমকলের ১৬ টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হাওড়ার জেলাশাসক। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ  আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণ ভোজ্য তেল মজুত ছিল। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদামটি। প্রায় পাঁচ হাজার বর্গফুট বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। দেড়-দু’ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল ঘন কালো ধোঁয়া।


সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের  ওই ভোজ্য তেলের গুদামে নাইট শিফটে কাজ হয় না। তালাবন্ধ গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   


আশেপাশে একাধিক কারখানা থাকায় ব্য়াপক আতঙ্ক ছড়ায়। দমকলের তৎপরতায় আগুন অন্য় কারখানায় ছড়িয়ে পড়েনি। ওই বোজ্য় তেলের গুদামে নাইট শিফটে কাজ হয় না। ফলে হতাহত এড়ানো গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।       


ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী ও সাঁকরাইলের বিধায়ক। গুদামের অগ্নিনির্বাপনের ব্য়বস্থা যথাযথ ছিল কিনা খতিয়ে দেখা হবে। 'অগ্নিনির্বাপন ব্য়বস্থা ছিল কিনা দেখা হচ্ছে। এখানে কোন কারখানায় অগ্নিনির্বাপন ব্য়বস্থা কী আছে আমরা দেখব।' জানান বিধায়ক।            


আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial