ভাস্কর ঘোষ, হাওড়া: মুখে মাস্ক, কানে হেডফোন লাগানো অবস্থায় রেল লাইনের ধারে গাছ থেকে ঝুলতে থাকা এক ২৪-২৫ বছরের যুবকের মৃতদেহকে নিয়ে চাঞ্চল্য হাওড়া নিশ্চিন্দা থানা এলাকার সাপুইপারায়। বেলুড় স্টেশনের পাশে ১২ নম্বর রেলগেট থেকে কিছুটা দূরে অপেক্ষাকৃত নির্জন জায়গায় দেহটি ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেয়।
বেশ কিছুক্ষণ পরে নিশিন্দা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। একটি মোবাইল উদ্ধার হয়েছে । দেহটি ঝুলন্ত থাকলেও পা দুটি মাটিতে ঠেকে থাকায় আদপে এটা আত্মহত্যা না খুন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার সকালে হাওড়া কোর্ট চত্ত্বর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল হাওড়া থানার পুলিশ। মৃতের নাম শিবু পাল (৫৫)। সে কয়েক বছর আগেও হাওড়া কোর্টে মুহুরীর কাজ করত। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পা মাটিতে ঠেকে ছিল। হাওড়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, নিম্নচাপ সরলেও ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের ইঙ্গিত
কিছুদিন আগে অফিসের বাথরুম থেকে উদ্ধার হয়েছিল কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১নং পঞ্চায়েত সমিতিতে। খুন নাকি আত্মহত্যা? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁথি থানা। দীর্ঘক্ষণ পঞ্চায়েত সমিতির অফিসের বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ! ধাক্কাধাক্কির পরেও ভিতর থেকে সাড়াশব্দ না পেয়ে ভাঙা হল দরজা। দরজা ভাঙার পর দেখা গেল বাথরুমের সিলিং থেকে ঝুলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দে। কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতি অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যুতে ছড়াল রহস্য। আত্মহত্যা নাকি খুন? মৃত্যুর কারণ সম্পর্কে রয়েছে ধোঁয়াশা।