সুনীত হালদার, হাওড়া : উৎসবের আনন্দ বদলে গেল হাহাকারে। ধনতেরসে ( Dhanteras ) যেখানে সর্বত্র সমৃদ্ধির দেবীর আরাধনা, সেখানে সর্বহারা হতে পারেন বহু মানুষ। সাতসকালে হাওড়ার একটি কারখানা ও গুদামে ( Howrah factory fire  )  লেগে গেল বিধ্বংসী আগুন। কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে চার পাশ। দূর থেকে দেখে যাচ্ছে লেলিহান শিখা। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। দুর্ঘটনা আরও ভয়বহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে সেটি। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। 


 দমকল সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি গুদামে। গুদামের পাঁচিলের গায়েই রয়েছে পেট্রোল পাম্প। বড়সড় বিপদ এড়াতে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। ফোরশোর রোডের একাংশে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। 


আপডেট


প্রায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল হাওড়ার ফোরশোর রোডে গুদাম ও কারখানার বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও হাওড়া সিটি পুলিশের কমিশনার।  ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, বললেন মন্ত্রী। 


 ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি


ফোরশোর রোডে অগ্নিকাণ্ডের পর এবার ঘুসুড়ির কালীতলায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল। ৩-৪ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। সকাল ৬টায় মর্নিং শিফট শুরু হওয়ার পরেই এই বিপর্যয়। আচমকাই ভেঙে পড়ে জুটমিলের পাঁচিল সমেত ছাউনি। ঘটনাস্থল মালিপাঁচঘড়া থানার পুলিশ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের 
উদ্ধারের চেষ্টা চলছে।  


এর আগে, দেবীপক্ষের সূচনার দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয় হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য় তেলের গুদাম।  প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। প্রায় ৫ হাজার বর্গফুটের গুদামটিকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। আগুনের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গুদামের শেড। আশেপাশে একাধিক কারখানা থাকায় ব্য়াপক আতঙ্ক ছড়ায় সেদিন। দমকলের তৎপরতায় আগুন অন্য় কারখানায় ছড়িয়ে পড়েনি যদিও। ওই ভোজ্য় তেলের গুদামে নাইট শিফটে কাজ হত না। ফলে হতাহত এড়ানো গিয়েছিল। তবে অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়। 


আরও পড়ুন: রাম মন্দিরের তরফে আতপ চাল পৌঁছল কলকাতায়, সেই চাল দিয়ে অযোধ্য়ায় আমন্ত্রণ জানাবে বিশ্ব হিন্দু পরিষদ