সুনীত হালদার, হাওড়া: হাওড়ার উলুবেরিয়ায় গড়চুমুক পর্যটন  কেন্দ্রের গেটের বাইরে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যু।  ওই হোটেল কর্মী মৃত অবস্থায় বিদ্যুতের তারে ঝুলতে থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বললে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে উত্তেজিত জনতা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ বাসিন্দাদের সরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্রের ঠিক গেটের মুখে হাই ভোল্টেজ তারের পাশেই তৈরি হয়েছে দোতলা হোটেল। আজ সকালে সেই হোটেলের ওই রাঁধুনী ছাদে কাপড় শুকোতে দেওয়ার সময় পাশের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট  হয়। 


দীর্ঘক্ষণ দেহ তারে ঝুলতে থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে ছুটে আসে। তখন উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। হোটেলে ভাঙচুরের চেষ্টা করা হয়। পালটা লাঠিচার্জ করে পুলিশ এবং র‍াফ জনতাকে সরিয়ে দেয়। 


এই মুহূর্তে ঘটনাস্থলে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই হোটেলটির কাগজপত্র বৈধ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর হোটেলের কর্মচারীরা পালিয়ে যায়।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে