Job News: ডাকবিভাগে আবার চাকরির সুযোগ। স্কিলড আর্টিসান পদে হবে নিয়োগ। অর্থাৎ এর মধ্যে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনেস্টারিয়াল ইত্যাদি পদে করা হবে নিয়োগ। তবে এটি কোনও স্থায়ী চাকরি (India Post Recruitment) নয়, প্রাথমিকভাবে ১ বছরের জন্য চুক্তিতে (Job News) নেওয়া হবে কর্মীদের। কী যোগ্যতা লাগবে ? কতগুলি শূন্যপদ রয়েছে ?


শূন্যপদ কতগুলি রয়েছে


স্কিলড আর্টিসান হিসেবে মোট ১০ জন কর্মীকে নেওয়া হবে ভারতীয় ডাকবিভাগে। এদের মধ্যে থাকবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনেস্টারিয়াল ইত্যাদি পদের মানুষ। মাঝারি ওজনের গাড়ির সারাইকর্মী ৪ জন, ইলেকট্রিশিয়াল ১ জন, টায়ারম্যান ১ জন এবং ব্ল্যাকস্মিথ ৩ জন, সবশেষে কার্পেন্টার পদে নেওয়া হবে ১ জন কর্মীকে।


বয়সের সীমা


১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স এমন সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


বেতন কী হবে


এই নিয়োগের ব্যাপারে ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে উপরোক্ত পদগুলিতে নির্বাচিত প্রার্থীরা বেতন কাঠামোর ৭ম লেভেল অনুসারে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে মাসিক ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।


কী যোগ্যতা লাগবে


এই পদগুলির জন্য আবেদন করতে গেলে কোনও টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে ডিগ্রি থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে অথবা অষ্টম পাশের সার্টিফিকেট ও কোনও সংস্থায় নির্দিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র থাকতে হবে। মেকানিকের পদের জন্য আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


লিখিত পরীক্ষা নয়, একটি কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে এই সমস্ত পদগুলির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। যোগ্যতা, মেধা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীকে এই ট্রেড টেস্টের জন্য ডাকা হবে।


কীভাবে হবে আবেদন


প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে সেই আবেদনপত্রের হার্ডকপি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। ৩০ অগাস্টের মধ্যে এই আবেদন করতে হবে উৎসাহী প্রার্থীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Central Railway Apprentice Recruitment 2024: পশ্চিম-মধ্য রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI