কলকাতা: প্রায় ৩ বছরের অপেক্ষার অবসান। নতুন টিজার নিয়ে হাজির ‘এক্সট্র্যাকশন টু’। নেটফ্লিক্সের আলোচিত–সমালোচিত ছবি ‘এক্সট্র্যাকশন’। সেই ছবিরটিরই সিক্যুয়েলের টিজার এবার প্রকাশিত হল। 


ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অ্যাভেঞ্জার্স(Avengers) খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ(Chrish Helmsworth)।রুশো ব্রাদার্সের(Russo Brothers) গল্প অবলম্বনেই তৈরি হয়েছে এক্সট্র্যাকশন ২(Extraction 2)। ছবির পরিচালক স্যাম হারগ্রেভ(Sam Hargrave)। টিজারে দেখা যাচ্ছে এক মেয়েকে মুক্ত করতে জেলে গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে মারামারি করছেন ক্রিস হেমসওয়ার্থ। দেখানো হয়েছে কীভাবে জলে ডুবে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইলার রেক। 


অতিমারির মাঝেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল স্যাম হারগ্রেভ পরিচালিত এবং রুশো ব্রাদার্স প্রযোজিত ছবি এক্সট্র্যাকশন।উপমহাদেশের পটভূমিকায় নির্মিত এই ছবির অনেকখানি জুড়ে ছিল বাংলাদেশ এবং ঢাকা শহর। তবে এক্সট্র্যাকশন-এর প্রথম পর্বে অধুরাই থেকে গিয়েছিল ছবির গল্প।সেই পরবর্তী পর্বই এবার ফিরছে নেটফ্লিক্সে।১৬জুন থেকেই এক্সট্র্যাকশন ২-এর ওটিটি স্ট্রিমিং শুরু হচ্ছে।                       






আরও পড়ুন, স্বপ্ন, বাস্তব নাকি মহাজাগতিক কর্মকাণ্ড, ‘দেবদাস’ শাহরুখের পাশে পার্বতীরূপী জিজি!


টিজারটি সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করে ক্রিস লিখেছেন, ‘দ্বিতীয় বার শুধু একটি সুযোগ পাওয়া যায়। এক্সট্র্যাকশন টু পুরো বিশ্ব দেখতে পারবে ১৬ জুন থেকে, শুধুমাত্র নেটফ্লিক্সে। টাইলার রেক বেঁচে আছে।” সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর এই নেটফ্লিক্স ফিল্ম যে ওটিটি বিনোদনের বড় আকর্ষণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।                                                                                                            


'থর' অভিনেতা 'এক্সট্রাকশন-২'-এর ট্রেলার শেয়ার করার পরপরই অনুরাগীরা রেড হার্ট এবং ফায়ার ইমোজি দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। একজন ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, 'এবার শক্তিশালী থর আসবে।'