ভাস্কর ঘোষ, বালি: বিশ্বকর্মা পুজোর রাতে মাইক বাজানোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তৃণমূল নেতার ছেলে ও তার দলবলের মধ্যে গণ্ডগোল বাধে।
সেই সময় এলাকার মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বিকাশ দে-র ছেলে অরূপ দে-র বিরুদ্ধে।
প্রতিবাদে শনিবার নেতার ছেলের ডিমের গোডাউন ভাঙচুর চালায় এলাকাবাসী। আর সেই গোডাউন থেকেই তলোয়ার, কাস্তে, ভোজালি সহ ধারাল অস্ত্র উদ্ধার হয় বলে অভিযোগ।
পাল্টা নিজের ছেলের প্রতিষ্ঠিত ব্যবসায় এলাকাবাসীর ঈর্ষার কারণে এই ঘটনা বলে দাবি তৃণমূল নেতার। সেই সঙ্গে ধারালো অস্ত্র গোডাউনে রেখে ফাঁসানোর অভিযোগও এনেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার এলটি সার্ভিস রোডে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিমের ব্যবসার ওই গোডাউনে দীর্ঘদিন চলে গাঁজা ও অন্যান্য নেশার আসর। বিশ্বকর্মা পুজোর রাতে স্থানীয় কিছু মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত অরূপ ও তার দলবল।
সেইখানেই মহিলা সহ কয়েকজনকে নেতার ছেলে ও তার সঙ্গীরা মারধর করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় এলাকার প্রায় শ'খানেক মানুষ ভাঙচুর করেন অভিযুক্তের ডিমের অস্থায়ী গোডাউন। গোডাউন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ভাঙচুর করা হয় একাধিক গাড়িও।
সেখানেই স্থানীয় বাসিন্দারাই ধারাল অস্ত্র উদ্ধার করেন বলে দাবি। নিশ্চিন্দা থানার তরফ এই ধারাল অস্ত্রগুলি নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তরফে এবিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয় থানায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিশ্চিন্দা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে।
যদিও তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা বিকাশ দে। তাঁর দাবি, কোদাল, কাস্তে ডিমের ব্যবসার কাজে লাগে। তাই সেগুলি রাখা ছিল। তবে তলোয়ার এবং অন্যান্য ধারাল অস্ত্র কয়েকজন অসাধু মানুষ রেখে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আরও দাবি, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পাল্টা অভিযোগ করব নিশ্চিন্দা থানায়।
আরও পড়ুন: বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় ফটোশ্যুট তৃণমূল প্রধানের ছেলের! 'খেলনা পিস্তল' দাবি পুলিশের