সুনীত হালদার, হাওড়া: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হবে টাস্কফোর্স। কথা না শুনলে দিতে হবে জরিমারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। আর পুরসভার এই কড়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে নয়া ব্যবস্থা হাওড়ায়
বাড়ি-ঘর থেকে দোকানপাট। সর্বত্রই জল ঢুকে পড়ায় অসহনীয় অবস্থা। ফি বছর বর্ষায় এই ছবির সাক্ষী হন হাওড়ার মানুষ। আরও একটা বর্ষার আগে সেই একই ছবি দেখার আগে এবার নড়েচড়ে বসল হাওড়া পুরসভা।
হাওড়া শহরকে প্লাস্টিকমুক্ত করতে টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুর প্রশাসন। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হচ্ছে টাস্কফোর্স। প্রচারে কাজ না হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
প্লাস্টিক আর আবর্জনায় উপচে পড়া যে কোনও নালা দিয়ে জল বের হওয়া যে দুষ্কর, তা খালি চোখে দেখেই বোঝা যায়। এমনই অবস্থা হাওড়া পুরসভা এলাকার প্রায় সবক’টি নিকাশি নালার। এই পরিস্থিতিতে পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।
টিকিয়াপাড়ার বাসিন্দা ইমরান খান বলেন, 'বর্ষায় ভেসে যায় এলাকা। পুরসভা কোনও উদ্যোগ নেয় না। দেরিতে হলেও ভাল উদ্যোগ এটা।'
পুরসভা সূত্রে খবর, প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে বিভিন্ন বাজারে অভিযান চলবে। ওই ব্যাগ ব্যবহার করলে বিক্রেতাকে ৫০০ টাকা ও ক্রেতাকে ন্যূনতম ৫০ টাকা জরিমানা করা হবে।
আরও পড়ুন: West Bengal: সুষ্ঠু প্রশাসনের লক্ষ্য়েই নতুন জেলা তৈরির সিদ্ধান্ত রাজ্যের
হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'টাস্কফোর্স গঠন করছি। জল জমা রুখতে পুরসভা সেচ দফতর কাজ করবে। প্লাস্টিক ব্যবহার রুখতে প্রচার চালানো হচ্ছে। না মানলে জরিমানা করা হবে। আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে।'
এবার কি তবে বর্ষায় জল-যন্ত্রণার ছবিটা বদলাবে? সেই আশায় রয়েছেন বাসিন্দারা।