সুনীত হালদার, হাওড়া : রবিনসন স্ট্রিটের আতঙ্ক ফিরে এল হাওড়ার জগাছায়। স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী। আজ সকালে সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)। পুলিশের অনুমান, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। বৃদ্ধকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। 


রবিনসন স্ট্রিটের ছায়া !


এখনও তাড়া করে বেড়াচ্ছে রবিনসন স্ট্রিটকাণ্ডের (Robinson Street) ছায়া ! এবার সেই ছায়া দেখা গেল হাওড়ার (Howrah) জগাছায় । ৪-৫ দিন ধরে মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে কাটালেন স্বামী। হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকেন হায়দরাবাদে। 
প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি। 


সমীক্ষার কাজে এসে উদ্ধার


শুক্রবার থেকে এলাকায় ছড়াতে থাকে দুর্গন্ধ। শনিবার সকালে সমীক্ষার কাজে বাড়িতে আসেন হাওড়া পুরসভার কর্মীরা। তাঁদের দাবি, বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ৭০ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ। যে ঘটনা দেখে শোকস্তব্ধ, হতবাক গোটা এলাকা। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, 'খুব খারাপ লাগছে। মেয়ে এমন কথা বলল। জানতে পারলে আমরাই খবর রাখতাম।'


কী জানাচ্ছে পুলিশ ?


পুলিশের অনুমান, ৪-৫ দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। স্ত্রীর দেহের পাশে মেঝেতে বসেছিলেন স্বামী। প্রতিবেশীদের দাবি, খবর পেয়েও আসতে চাননি দম্পতির একমাত্র মেয়ে। তবে ছুটে আসেন অন্য আত্মীয়রা। মৃতার দেওর নীহারকান্তি চক্রবর্তী বলেছেন, 'ফোনে কথা হত, ৪-৫দিন আগে এসেছিলাম। দরজা খোলেনি। আমারও ৭২ বছর বয়স, কী করে খোঁজ রাখব। '


স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী তপতী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃদ্ধকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুখে ভুগছেন বৃদ্ধ। রয়েছে পুষ্টির অভাব। এভাবে বৃদ্ধ স্ত্রীর মৃতদেহ আগলে বৃদ্ধের বসে থাকা যেমন মনে করাচ্ছে রবিনসন কাণ্ড, তেমনই শোকের ছায়া গোটা এলাকায়।


আরও পড়ুন- আঁকাবাঁকা অক্ষর, কচি হাতে উঠে এল বুকফাটা কষ্ট, স্কুলের ড্রপবক্সে খুদেদের বিষাদ-পাহাড়