মুম্বই: দিল্লিতে বাড়ি সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra)। কর্মজগত মুম্বইতে। তাই বিয়ের পর দুটো জায়গাতেই রিসেপশনের আয়োজন করতে হয়েছে তাঁকে। সম্প্রতি ছিল তাঁর দিল্লির রিসেপশন পার্টি। যেখানে অভিনেতার অভিনেত্রী স্ত্রী কিয়ারা আডবাণীকে (Kiara Advani) দেখা গেল নো মেকআপ লুকে। একেবারে সাদামাটা পোশাকে, ভারী গয়না ছাড়া, মেকআপ ছাড়া লুকে অনুরাগীদের মন জিতে নিলেন অভিনেত্রী।
দিল্লির রিসেপশনে কিয়ারার মুগ্ধ করা লুক-
সম্প্রতি নেট দুনিয়ায় সিদ্ধার্থ মলহোত্রর ফ্যান ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সস্ত্রীক সিদ্ধার্থ ক্যামেরায় পোজ দিয়েছেন। আর ছবিতে কিয়ারা আডবাণীকে দেখা গিয়েছে একেবারে সাদামাটা সাজে। দিল্লির রিসেপশনে আমন্ত্রিত ছিলেন দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিরা। সিদ্ধার্থ মলহোত্রকে দেখা গিয়েছে লাল রঙের সোয়েটার এবং ডেনিম জিনসে। অন্যদিকে, কিয়ারা আডবাণী সেজেছেন সাদা রঙের আনারকলি স্যুটে। সঙ্গে রেখেছেন গোলাপি রঙের এমব্রয়ডারি করা শাল। তাঁর এই সাদামাটা সাজ এবং নো মেকআপ লুক মুগ্ধ করেছে নেট নাগরিকদের। সঙ্গে হাতের চুড়া ছাড়া কোনও গয়নাতেই দেখা যায়নি অভিনেত্রীকে। বিয়ের পর প্রথম রিসেপশন পার্টিতে এত সাদামাটা পোশাকে সেজে দৃষ্টান্ত তৈরি করেছেন কিয়ারা।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
গত ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের বিয়ের আসর। এরপরই দিল্লিতে ফিরে সেখানে রিসেপশন পার্টি রাখেন দুই তারকা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা। এছাড়া, বিয়েতে হাজির থাকতে দেখা যায় কর্ণ জোহর, জুটি চাওলা, মীরা রাজপুত কপূর, শাহিদ কপূর, ইশা অম্বানি, শ্লোক অম্বানি, আকাশ অম্বানি, আনন্দ পিরামল ও আরও অনেককে।
আরও পড়ুন - Hansika Motwani: স্বামীর প্রথম বিয়ে ভেঙেছেন? মুখ খুললেন হংসিকা
প্রসঙ্গত, বিয়ের দিন কিয়ারার হালকা গোলাপি লেহঙ্গায় ছিল সূক্ষ নকশা। রোমান স্থাপত্যের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই নকশা। সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই নাকি ভালবাসেন রোম। আর তাই কিয়ারার নকশায় রইল রোমান স্থাপত্যের ছোঁয়া। কিয়ারা মাথায় রেখেছিলেন গাঢ় গোলাপি পাড়ের হালকা রঙের ভেল। তাঁর সেই ভেলে লেখা ছিল তাঁদের বিয়ের তারিখ। কিয়ারার হাতের কলিরাতে ছিল সিদ্ধার্থ ও কিয়ারার নামের আদ্যক্ষর। সদ্য এই যুগল হারিয়েছেন তাঁদের পোষ্য অস্কারকে। কিয়ারার হাতের চূড়ায় রইল তার প্রতিচ্ছবি। কিয়ারার হাতে ছিল সলিটায়ারের হীরের আঁটি। কিয়ারা আর সিদ্ধার্থ যখন একে অপরে প্রণাম করার পোজ দিচ্ছেন, তখন নজর কেড়েছিল তাঁর হাতপদ্ম। আঙুলে ছিল ওভাল শেপের বিশাল এক হিরের আংটি। গলায় হীরে ও পান্নার মিশ্রণে তৈরি ভরাট নেকলেস নজর কেড়েছিল সবার। কানে ছিল পান্না ও হীরের দুল। কিয়ারার কপালে দেখা গেল হীরের ভারি টিকলি। কিয়ারার কলিরাতেও লেখা ছিল রোম। ছিল প্যারিসের আইফেল টাওয়ারও। অন্যদিকে সাজগোজে তাক লাগিয়েছিলেন সিদ্ধার্থও। আইভরি থ্রেডওয়ার্ক, সোনার জারদৌসি, এবং বাদলা কাজ বোনা ছিল সিদ্ধার্থের শেরওয়ানিতে। ছক ভেঙে সিদ্ধার্থ পরেছিলেন ভারি সোনা ও আনকাট হীরের পোলকি গয়না।