সুনীত হালদার, হাওড়া : হাওড়া থেকে কলকাতা পৌঁছতে বহু মানুষের ভরসা ফেরি পরিষেবা। বাসের ভিড়  বা যানজট এড়িয়ে ঠিক সময়ে অফিস , স্কুল , কলেজ পৌঁছতে অনেকেই ভরসা রাখেন লঞ্চ পরিষেবায়। কিন্তু অভিযোগ , সকালে এসেই নাকি নিত্যযাত্রীরা জেনেছেন হাওড়া থেকে ফেরি পরিষেবা আগামী রবিবার অবধি বন্ধ থাকবে। আর তারপরই শুরু হয় হয়রানি। 


১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে দেওয়া এমনই নোটিস ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হল হাওড়া ফেরিঘাটে। যাত্রীদের দাবি, আগাম কোনওকিছু না জানিয়ে এই নোটিস দেওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন তাঁরা।  


হাওড়া থেকে কলকাতায় আসার জন্য় নিত্য়যাত্রীদের অন্য়তম বড় ভরসা ফেরি পরিষেবা। হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ারলি প্লেস, আর্মেনিয়ান ঘাট, ও বাবুঘাটের মধ্য়ে প্রতিদিন অসংখ্য় লঞ্চ চলাচল করে। 
প্রায় ২৫ হাজার নিত্য়যাত্রী প্রত্য়েক দিন লঞ্চে যাতায়াত করেন। এমনই একজন অমল সরকার। জানালেন, রোজই লঞ্চে যাতায়াত করেন। কালও করেছেন। কিন্তু জানতেনই না মঙ্গল থেকে রবি লঞ্চ বন্ধ। বললেন, ' কালকে রাতে এসেছি আহিরিটোলা থেকে। কোনও ইনফরমেশন নেই। নিত্য়যাত্রী। কুপনে চলি। আজ সকালে দেখছি যে লঞ্চ বন্ধ আছে। সেটা তো গতকাল জানানো উচিত ছিল।'  তেমনই অরুণ বন্দ্যোপাধ্যায় জানালেন, 'দেখলাম যে লঞ্চ বন্ধ গেট বন্ধ। হঠাৎ জানা নেই কিছু নেই। কোনও খবর নেই। কালকেও এলাম আমরা। আগামী দিন বন্ধ থাকবে না কতদিন বন্ধ থাকবে কিছু বলা হয়নি।' 


যদিও ফেরি পরিষেবার দায়িত্বে থাকা হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির দাবি, পরিষেবা বন্ধ রাখার কথা আগাম জানানো হয়েছিল।  'আমরা অনেক আগে থেকেই পেপারে দিয়েছিলাম। আমাদের স্য়ার পুরো চেষ্টা করছিল যে লঞ্চগুলো আমরা পেয়ে যাব। পরিবহণ মন্ত্রী বলেছিলেন এখানে ১৫টা লঞ্চ দেওয়া হবে। কোনও কারণে এটা হয়নি। তাই রক্ষণাবেক্ষণের জন্য় অন্তত ৪টে দিন সার্ভিস স্থগিত রেখেছি।' 


ফের পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় নিত্য়যাত্রীরা।  


আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে