সুনীত হালদার, হাওড়া : রোজ প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। যার মধ্যে ১০-১২ হাজার মালবাহী গাড়ি। দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলের কলকাতার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge)। সেই সেতুর স্বাস্থ্য বেশ বেহাল। ২১ টি এক্সপানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেতুকে ধরে রাখার অন্যতম খুঁটি যা। তড়িঘড়ি তাই সেতু সারানোর কাজ শুরু হচ্ছে।
যানজটের আশঙ্কা
প্রাথমিক সিদ্ধান্ত, আগামী ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, প্রায় দেড় মাস ধরে চলবে সংস্কারের কাজ। প্রথমেই কলকাতামুখী লেন বন্ধ করে হবে কাজ। সেই কাজ শেষের পর কলকাতা থেকে হাওড়ামুখী তথা জাতীয় সড়কের দিকে লেনে শুরু হবে কাজ। শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে সেতু সংস্কারের কাজ চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সাঁতরাগাছি ব্রিজে। আর যার জেরেই তৈরি হয়েছে চিন্তার ভাঁজ। যানজটের। সাঁতরাগাছি সেতুর একটি লেন বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই যান চলাচলের গতি প্রবলভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তবে সেতু স্বাস্থ্যের জন্য অকান্ত প্রয়োজনীয় যে সংস্কার। তাই এই সময় সাঁতরাগাছি সেতুর যানজট এড়িয়ে যাতায়াত করা যাবে কোন পথে ?
বিকল্প কোন পথ
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ। আর মাঝের সময়টা চালু থাকবে একদিক দিয়ে যান চলাচল। এই অবস্থায় সাঁতরাগাছি ব্রিজ চত্বরের যানজয় এড়িয়ে বিকল্প কোন পথে যাতায়াত করবেন। পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনও নির্দেশিকা জারি না হলেও জানা যাচ্ছে, ঠিক করা হয়ে গিয়েছে বিকল্প রাস্তাগুলি।
কলকাতামুখী গাড়ির ক্ষেত্রে
কলকাতামুখী মালবাহী গাড়িগুলিকে জাতীয় সড়ক ধরে পাঠিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুতে। সেখান দিয়ে তা প্রবেশ করবে কলকাতার দিকে। রাত ১০ টার পর নিবেদিতা সেতু ধরে কলকাতায় ঢুকতে পারবে মালবাহী গাড়ি। আর বাস, প্রাইভেট কার সহ একাধিক কলকাতামুখী গাড়িকে পাঠানো হবে হাওড়া-আমতা রোডে। যেখান দিয়ে এসে শানপুর মোড়ে উঠে বেলেপোল দিয়ে টোলট্যাক্স তথা কলকাতার রাস্তা গাড়িগুলি। বেশ কিছু গাড়িকে বালি ব্রিজেও ঘুরিয়ে দেওয়া হবে।
হাওড়া তথা জাতীয় সড়কমুখী গাড়ি ক্ষেত্রে
পাশাপাশি কলকাতা থেকে যে গাড়িগুলি হাওড়ার পথ ধরবে তাদের কোনা এক্সপ্রেসওয়ের বদলে ঘোরানো হবে আন্দুল রোডের দিকে। যে রাস্তা ধরে সোজা এগিয়ে তা এসে উঠবে সোজা জাতীয় সড়কে। পাশাপাশি এক্ষেত্রে ব্যবহার বাড়ানো হবে হাওড়া ব্রিজেরও।
আরও পড়ুন- টাকার বিনিময়ে চাকরির টোপ তৃণমূল নেতার, টাকা ফেরত চাইতে গেলে ঝামেলা ! ভিডিও ভাইরাল