সুনীত হালদার, হাওড়া: পেট্রোল, ডিজেলের (Petrol Diesel Price) উপর থেকে শুল্কহ্রাস (Excise Duty) করেছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে এ বার একজোট রাজ্যের পেট্রোল পাম্পগুলি। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার সন্ধেয় কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় এক ঘণ্টা আলো বন্ধ রাখল তারা।


বেনজির প্রতিবাদ পেট্রোল পাম্প মালিকদের


কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের ডাকে রাজ্যের প্রায় ৩ হাজার পেট্রোল পাম্পের আলো নেভানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই অনুযায়ী, এ দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত পেট্রোলপাম্পের আলো নিভিয়ে রাখা হয় (Howrah News)। 


পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শুল্কের হার কমানোয় পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটা নেমে গিয়েছে। তাতে আর্থিক  ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাই আলো নিভইয়েই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এমন বেনজির প্রতিবাদ (Kolkata News)। 


আরও পড়ুন: East- West Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় জুড়ছে শিয়ালদা স্টেশন, ৩১ মে উদ্বোধনে রেলমন্ত্রী ?


জ্বালানির জ্বালা থেকে সাধারণ মানুষকে নিস্তার দিতে সম্প্রতি পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। লিটার প্রতি পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কমানো হয় শুল্ক। ফলে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমেছে।


যদিও বিরোধীদের দাবি, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। তাদের যুক্তি, গত কয়েক বছরে পেট্রোল-ডিজেলের উপর শুল্কবাবদ ৩০-৪০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। তাই ৭-৮ টাকা কম করা মানুষকে বোকা বানানো ছাড়া অন্য কিছু নয়। 


শুল্কহ্রাস নিয়েও ভিন্নমত


পেট্রোল-ডিজেলের শুল্কহ্রাসের পাশাপাশি সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করে কেন্দ্র। তবে একমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় পাওয়ায় সিলিন্ডারের ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। আভার বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারেই এই ভর্তুকি পাওয়া যাবে।