অরিত্রিক ভট্টাচার্য, শিয়ালদা : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন (Sealdah Station)। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
আড়াই বছর পর আবার ফিরেছে সেই আতঙ্ক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বাড়িহারা হয়েছেন দুর্গাপিতুরি লেনের বেশ কিছু বাসিন্দা। বউবাজারে এই বাড়ি বিপর্যয়কাণ্ডের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর মুকুটে নতুন পালক। যাত্রাপথে যুক্ত হতে চলেছে নতুন স্টেশন শিয়ালদা।
মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৩১ মে উদ্বোধন হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের। এর ফলে সেক্টর ফাইভ-এর সঙ্গে মেট্রোয় যুক্ত হবে শিয়ালদা। এখন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলাচল করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
মেট্রো সূত্রে খবর, এই রুটে পড়ছে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান- এই ৭টি স্টেশন। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে ৮ নম্বর স্টেশন- শিয়ালদা। কমিশনার অফ রেলওয়ে সেফটি গত ২৪ মার্চ শিয়ালদা মেট্রো স্টেশন চালু করার অনুমতি দিয়েছে। রেলের নিয়ম অনুযায়ী, কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের তিনমাসের মধ্যে প্রকল্প উদ্বোধন করতে হয়। সেই মেয়াদ পেরিয়ে গেলে আবার নতুন করে সব কিছুর জন্য অনুমতি নিতে হবে।
সূত্রের দাবি, কে উদ্বোধন করবেন, তা চূড়ান্ত না হওয়ায় এতদিন উদ্বোধনের দিন ঘোষণা করা যাচ্ছিল না। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
বেহালায় রেলের স্টেডিয়াম ও একাধিক প্রকল্পের উদ্বোধনের জন্য এ মাসের শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতায় আসার কথা। ফলে, রেলমন্ত্রীই শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন। মেট্রো রেল সূত্রে খবর, এতদিন ইস্ট ওয়েস্ট মেট্রো সেভাবে লাভের মুখ দেখেনি। তবে শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রীর সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা।