সুনীত হালদার, হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে অপহরণ (Kidnap) করে খুন (Murder) করার অভিযোগ হাওড়ার লিলুয়ায়। ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। গ্রেফতার তিন। 


‘মেরা জান খতরে মে হ্যায়...’ স্ত্রীর দাবি, বুধবার (Wednesday) গভীর রাতে এই অডিও বার্তা পাঠিয়েছিলেন স্বামী। কিন্তু তার পরে বার বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। রবিবার স্বামীর মৃতদেহ উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডের তোপচাঁচি এলাকা থেকে।


বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে অপহরণ করে খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম, বুদ্ধেশ্বর সাউ (৪৫)। বাড়ি, হাওড়ার (Howra) লিলুয়ায় (Lilua)। 


পুলিশ জানতে পেরেছে, লিলুয়ার (Lilua) ভট্টনগরের বাসিন্দা বিশ্বনাথ সাউ নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক (Extra Marital Affair) ছিল বুদ্ধেশ্বরের। যা নিয়ে অশান্তি চলছিল দুই পরিবারের। মৃতের স্ত্রীর দাবি, গত সপ্তাহে বুধবার বাপের বাড়িতে যান তিনি। সেই রাতে একটি অডিও মেসেজ পাঠান স্বামী। বলেন, ‘মেরা জান খতরে মে হ্যায়’। 


আরও পড়ুন: Murder News: পারিবারিক বিবাদের জের, কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে


মৃতের স্ত্রী লক্ষ্মী সাউ বলছেন, তারপর আর সেই মোবাইল ফোনে যোগাযোগ করা যায়নি। পুলিশের অভিযোগ করি লিলুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী। মঙ্গলবার করেন FIR।


পুলিশ জানতে পেরেছে, বুধবার রাতে বুদ্ধেশ্বরকে গাড়িতে করে তুলে নিয়ে যায় বিশ্বনাথ ও তার দুই আত্মীয় পঙ্কজ ও সুনীল সাউ। তাঁদের হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতেরা স্বীকার করেছে, গাড়ির মধ্যেই শ্বাসরোধ করে খুন করা হয় বুদ্ধেশ্বরকে। ঝাড়খণ্ডে তোপচাঁচিতে নির্জন এলাকায় ফেলে দিয়ে আসা হয় দেহ।


মৃতের প্রতিবেশী অজয় সাউ-এর দাবি, ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নিয়ে ঝাড়খণ্ড যাচ্ছেন তদন্তকারীরা।