হাওড়া: লিলুয়ায় রবারের কারখানায় ভয়াবহ আগুন (Liluah Fire Incident) । দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন খতিয়ে দেখছে দমকল।


রাজ্যে এর আগে একাধিকবার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেন আচমকা হাওড়ার লিলুয়ার ওই রবার কারখানায় আগুন লাগল তা প্রকাশ্যে আসেনি। কারখানায় কি দাহ্য পদার্থ উপস্থিতির জন্যই ওই ঘটনা ঘটেছে কিনা, তা তদন্তের পরই সামনে আসবে। এদিন আগুন লাগার খবর পৌছতেই দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের বাহিনী। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।


এদিকে মাঝরাতেও বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী রাজ্য। গতকাল রাত ১টা নাগাদ একবালপুরের আইডিয়াল টাওয়ারে আগুন লাগে। ১২ তলা বহুতলের একেবারে ওপরের তলায় ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি থেকেই আগুন ছড়ায়। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বহুতলের বাসিন্দারাই আগুন আয়ত্তে আনেন বলে দমকল জানিয়েছে।


গতমাসেই ভাঙড়ের বড়ালিতে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছিল। দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। স্থানীয়দের দাবি, গভীর রাতে প্লাস্টিকের কারখানা দাউদাউ করে জ্বলতে শুরু করেছিল। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। পরে দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল। প্লাস্টিকের কারখানায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ তুলেছিব। অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না, তদন্তে নেমেছিল ভাঙড় থানার পুলিশ। 


উদাহরণ আরও রয়েছে। ভারত-নেপাল সীমান্তে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ১২টি দোকান। ভোর ৪টে নাগাদ আগুন লেগেছিল। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ছাড়াও নেপালের মেচি থেকে মোট ৫টি দমকলের ইঞ্জিন এসেছিল। পাশাপাশি, এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। কাজে হাত দিয়েছিলেন SSB জওয়ানরাও। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। 


আরও পড়ুন, প্রার্থী 'অসন্তোষে' BJP প্রার্থীর গাড়িতেই হামলা, ভগবানগোলায় দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)