রঞ্জিত সাউ, কলকাতা: লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দায়ের হয় গত বছর (Lottery Fraud)। গতকাল অভিযুক্তকে হাওড়া (Howrah News) থেকে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম বিভাগ। ধৃত ক্যারাটে প্রশিক্ষণ দিতেন বলে পুলিশ সূত্রে দাবি। অভিযোগ দায়েরের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা
ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। লটারিতে দামি গাড়ি জেতার টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ক্যারাটে প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ।
অভিযোগকারী ব্যক্তি বাগুইআটির বাসিন্দা। তাঁর দাবি, গত বছর তাঁর কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি লটারিতে দামী গাড়ি জিতেছেন। অভিযোগ, এরপর গাড়ির জন্য রোড ট্যাক্স, বিমা বাবদ দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১৫ লক্ষর বেশি টাকা। টাকা নেওয়ার পর ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।
২০২১-এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ নাসিরুদ্দিন খানের কথা জানতে পারে পুলিশ। তিনি আবার ক্যারাটে প্রশিক্ষক। কিন্তু ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন হাওড়ার বাসিন্দা নাসিরুদ্দিন।
বুধবার তিনি বাড়িতে এসেছেন, এই খবর পেয়ে হানা দেয় পুলিশ, গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
২০২১-এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়
গতবছর অভিযোগ দায়ের হলেও এতদিন পালিয়ে বেড়ানোর কারণেই অভিযুক্তকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশের সন্দেহ, অভিযুক্ত একা নয়, এই প্রতারণার পিছনে আন্তঃরাজ্য প্রতারণা চক্র থাকতে পারে। ধৃতকে জেরা করে সেই চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
কোলের সন্তান বিক্রিতে অভিযুক্ত দম্পতি, হাওড়ায় শিশুবিক্রিতে দালালচক্রের হদিশ! তদন্তে পুলিশ
এ দিকে, গর্ভজাত সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগে হাওড়ায় গ্রেফতার এক দম্পতি। শিশুবিক্রির তদন্ত করতে গিয়ে দালালচক্রের হদিশ মিলেছে বলেও খবর। তাতে আর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Howrah Sankrail Police)। তিনি গোটা চক্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে (Child Trafficking Racket)।