সুনীত হালদার, হাওড়া: কোভিডের ধাক্কায় (COVID-19) রোজগারপাতি বন্ধ হওয়ার জোগাড়। ব্যবসায়ীদের চাপে শেষ পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে হাওড়ার মঙ্গলা হাট  (Howrah Mangla Haat)। আগামী রবি, সোম এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বরে হাট বসতে চলেছে। সেই নিয়ে শুক্রবার হাওড়া পৌরসভার (Howrah Municipal Corporation) প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়ীদের দু’দফায় বৈঠক হয়। ব্যবসায়ীদের তরফে কোভিড বিধি মেনে তলার প্রতিশ্রুতি দেওয়া হলে, মঙ্গলা হাট খোলায় অনুমতি দেয় প্রশাসন। ব্যবসায়ীদের দাবি মেনেই হাট খোলায় অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুজয়বাবু।


নতুন বছরের শুরু থেকে লাগামছাড়া ভাবে বেড়ে চলে করোনা সংক্রমণ (Daily COVID Cases)। তাতে হাওড়া ময়দান সংলগ্ন মঙ্গলা হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েন এক লক্ষের বেশি ছোট-বড় ব্যবসায়ী এবং ১০ লক্ষের বেশি ক্রেতা। এর প্রতিবাদে দফায় দফায় কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। সপ্তাহে তিন দিন হাট খোলা রাখার দাবি জানান।


তাতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। গত সপ্তাহের সোমবার হাওড়ার শরৎ সদনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ, প্রশাসন এবং হাওড়া পৌরসভার কর্তারা। হাট খুলতে ব্যবসায়ীদের কাছে বেশ কিছু শর্ত তুলে ধরা হয়। জানানো হয়, হাট খুললে কী ভাবে কোভিড বিধি মেনে চলা হবে, তার বিশদ ব্যাখ্যা দিতে হবে ব্যবসায়ীদের। সেই মতো লিখিত প্রস্তাব জমা দেন ব্যবসায়ীরা।


আরও পড়ুন: Paschim Bardhaman News: দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ৫৫ জন সংক্রমিত, আউডডোর-সহ বন্ধ একাধিক বিভাগ


এর পর শুক্র এবং শনিবার ব্যবসায়ীদের সঙ্গে পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয়বাবু দু’দফায় বৈঠক করেন। হাওড়া জেলা হাসপাতাল, হাওড়া কোর্ট, জেলাশাসকের দফতর, হাওড়া পৌরসভা এবং প্রশাসনের মূল দফতরগুলি চালু থাকায় প্রথমে প্রশাসনের তরফে হাট খোলায় আপত্তি ওঠে। তবে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার সময় ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন যে, ব্যবসা চলাকালীন হাটচত্বরে কোভিড বিধি পুরোপুরি মেনে চলা হবে। তাতেই হাট খোলার অনুমতি দেয় প্রশাসন।


প্রশাসন সূত্রে খবর, হাট খোলা থাকার সময় ব্যবসায়ী এবং পুলিশের পক্ষ থেকে কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে কড়া নজরদারি চালানো হবে। হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি জানিয়েছেন, ব্যবসায়ীরা রবিবার থেকে ব্যবসা করতে পারবেন। হাটচত্বরকে জীবাণুমুক্ত করা হচ্ছে। ক্রেতা- বিক্রেতা সকলে যাতে  মাক্স পরেন, তা-ও দেখা হবে। সকলকে সচেতন করতে মাইকে ঘোষণার পাশাপাশি হাট চত্বরে পোস্টারও লাগানো থাকবে। সুজয়বাবু জানিয়েছেন, মানবিক কারণে হাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা হাওড়া হাসপাতালের বাইরের অংশে বসবেন না। এ ছাড়াও নিজেরাই হাট চত্বর জীবাণুমুক্ত করবেন। তাই শর্ত সাপেক্ষে ব্যবসা করার অনুমতি দেওয়া হচ্ছে।