মুম্বই: ইন্ডিয়ান আর্মি ডে উপলক্ষে নতুন ছবির ঘোষণা করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoy)। ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর আগামী ছবি 'ভার্সেস অফ ওয়ার'-এর ঘোষণা করলেন অভিনেতা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবির কথা জানান বিবেক ওবেরয়।


ভারতীয় সেনা দিবসে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী ছবির ঘোষণা বলিউড তারকা বিবেক ওবেরয়ের। আসন্ন প্রজাতন্ত্র দিবসে মুক্ত পাবে তাঁর নতুন ছবি 'ভার্সেস অফ ওয়ার'। এদিন নিজের মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নতুন ছবির ঘোষণা করে বিবেক ওবেরয় লেখেন, 'ভারতীয় সেনা দিবসে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 'ভার্সেস অফ ওয়ার' ছবির টিজার মুক্তি পেল। ছবি মুক্তি পাবে আসন্ন প্রজাতন্ত্র দিবসে। মুক্তি পাবে এইএপি মিডিয়াতে।'


আরও পড়ুন - Bharti Singh: মুম্বই ছাড়লেন ভারতী সিংহ, কারণ জেনে অবাক নেট দুনিয়া


'ভার্সেস অফ ওয়ার' ছবিতে বিবেক ওবেরয়কে দেখা যাবে একজন ভারতীয় সেনার চরিত্রে। আবার অভিনেতা রোহিত রয়কে দেখা যাবে একজন পাকিস্তানি সেনার ভূমিকায় অভিনয় করতে। জানা যাচ্ছে, দুই অভিনেতা প্রায় ১৫ বছর পর একসঙ্গে কোনও ছবিতে স্ক্রিন শেয়ার করছেন। বিবেক ওবেরয় এবং রোহিত রয়কে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ২০০৭ সালে সঞ্জয় গুপ্তার 'শ্যুটআউট অ্যাট লোখন্ডওয়ালা' ছবিতে। 'ভার্সেস অফ ওয়ার' ছবিটি যদিও পূর্ণ দৈর্ঘ্যের ছবি নয়। এটি একটি শর্ট ফিল্ম। ছবিটি মুক্তি পাবে এফএনপি মিডিয়া ইউটিউব চ্যানেলে। ছবিটি পরিচালনা করেছেন প্রসাদ কদম।



ছবি প্রসঙ্গে বিবেক ওবেরয় বলেন, 'আমাদের কখনওই সেনাদের কথা ভুলে যাওয়া উচিত নয়। যাঁরা আমাদের সুরক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করেন।' তাই সেই সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই শর্ট ফিল্ম। আর এই ছবির মুক্তির জন্য প্রজাতন্ত্র দিবসই আদর্শ দিন বলে মনে করেছেন নির্মাতারা।