সুনীত হালদার, হাওড়া: ৯ বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। দীর্ঘদিন পর হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।


মনোজ পাসওয়ান নামে ২৮ বছর বয়সি এই যুবক হারিয়ে গিয়েছিলেন ৯ বছর আগে। বিহারের বাঁকা জেলার বাসিন্দা মনোজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। যখন ঘরের ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের লোকজন, ঠিক সেই সময় হঠাৎই মনোজের খবর পাওয়া যায়। শনিবার দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোডের মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত ‘নবজীবন’  থেকে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে  যেতে আসেন মনোজের বাবা ও  মামা।


হোম সূত্রে খবর, ২০১৯ সালের ১৪ মে কলকাতার জে কে মিত্র রোড থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মনোজকে উদ্ধার করেন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা। সেই সময়ে এই যুবক নিজের কাজ নিজে করতে পারতেন না। এমনকী, কথাও বলতে পারতেন না। পরে মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে তাঁকে একটু একটু করে সুস্থ করে তোলা হয় হাওড়ার ‘নবজীবন’-এ রেখে। দীর্ঘদিন ধরে চিকিৎসার ফলে মনোজ কিছুটা সুস্থ হলে তাঁর সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করা হয়। কখনও ভাগলপুর কখনও অন্য কোনও জায়গার কথা বলতে থাকেন মনোজ। তাঁর কথা শুনে হোমের কর্মীরা বুঝতে পারেন, তিনি বিহারের বাসিন্দা। এরপরেই হ্যাম রেডিও সংস্থার সঙ্গে ‘নবজীবন’-এর পক্ষ থেকে যোগাযোগ করে মনোজের বিষয়ে খবর নিতে অনুরোধ করা হয়। হ্যাম রেডিওর পক্ষ থেকে মনোজের বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়। অনেকদিন ধরে বিহারের বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর অবশেষে মনোজের বাড়ির খোঁজ পাওয়া যায়।


ছটপুজোর দিন বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন মনোজ। হোয়াটসঅ্যাপ কলে বাবা তাঁর ছেলেকে চিনতে পারেন। শনিবার সকালে পরিবারের তরফে মনোজের বাবা ও মামা তাঁকে নিতে আসেন হাওড়ায়। দীর্ঘদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার।