নয়াদিল্লি: গাড়ি পেতে অপেক্ষা করতে হবে ৬-৯ মাস। চলতি মডেলেরই চাহিদা কমছে না বাজারে। এবার নতুন Hyundai Creta Facelift নিয়ে আসছে কোম্পানি। আগামী বছরই নয়া অবতারে বাজারে দেখা যাবে গাড়ি। 


Hyundai Creta Facelift: সম্প্রতি ইন্দোনেশিয়োতে দেখা গিয়েছে ক্রেটার এই নতুন চেহারা। যেখানে সামনের ক্রোম গ্রিল দেখেই চোখ সরবে না আপনার। একেবারে হুন্ডাই টুসোঁর আন্তর্জাতিক ভ্যারিয়েন্টের মতোই দেখতে হয়েছে গাড়ি। কোম্পানি বলছে, এতে  Parametric Hidden Lights দেওয়া হয়েছে। যা গাড়ির নতুন ডিজাইন ল্যাঙ্গোয়েজের মধ্যে পড়ে।বদলে দেওয়া হয়েছে ক্রেটার হেডল্যাম্পস। ভারতে সামনের বছরই ক্রেটার গাড়ি লঞ্চের ২ বছর হতে চলেছে। তখনই আনা হবে এই গাড়ি। 




Hyundai Creta facelift-এর ডিজাইন
ফেসলিফ্ট হলেও একেবারে বদলে গিয়েছে ক্রেটার ফ্রন্ট গ্রিল। এবার গ্রিলের সঙ্গে দেওয়া হয়েছে ডিআরএলস। হেডল্যাম্প নামিয়ে আনা হয়েছে নিচে। ফগ ল্যাম্পের কেসিং এবার বাম্পারের অনেকটা ভিতরে রাখা হয়েছে। প্যানোরামিক সানরুফ, বোস প্রিমিয়াম স্পিকার ছাড়াও 10.25-inch TFT LCD ক্লাস্টার দেওয়া হয়েছে গাড়িতে। এছাড়াও রয়েছে প্যানারোমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, কুলড সিটস। আগের থেকে অনেক বেশি স্পোর্টি লুক পাচ্ছে এই এসইউভি।


Hyundai Creta facelift-এর ইঞ্জিন: 
নতুন মডেলে 1.5 লিটারের naturally aspirated engine দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে 1.4 লিটারের টার্বো ইঞ্জিন। এবারও ৬ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স থাকবে দেওয়া হয়েছে গাড়িতে। MG Astor ও Mahindra XUV700-র মতোই ADAS ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। 1.5 diesel/1.5 petrol ছাড়াও 1.4 লিটার  turbo petrol ইঞ্জিন আসতে চলেছে গাড়িতে। সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছে এই এসইউভি। যেখানে একাধিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। 




আরও পড়ুন : Royal Enfield Update: Himalayan-এর স্ক্র্যাম্বলার ভার্সন, RE Scram 411 আসছে বাজারে


আরও পড়ুন : Maruti Suzuki All-electric Car: 'অল ইলেকট্রিক কার' আনছে মারুতি-সুজুকি, ২০২৫-এর মধ্যে দেশে লঞ্চ